বরফে ঢাকবে টাইগার হিল-ঘুম, খুশিতে মেতেছেন পর্যটকেরা

Must read

প্রতিবেদন : হাঁড়াকাপানো ঠাণ্ডায় কাঁপছে বাংলা। হু-হু করে বইছে উত্তুরে হাওয়া। আর উত্তরের পাহাড়-সমতলে কনে কনে ঠাণ্ডায় জবুথবু অবস্থা। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার সর্বত্রই সকাল থেকে মেঘলা আকাশ। সূর্যের দেখা মিলছে অনেক দেরিতে। তবে শীতের আমেজ উপভোগ করতে পাহাড়ে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। কিছুদিন আগে সিকিমের হাওয়া অফিস হতাশ করেছিল দার্জিলিংয়ের পর্যটকদের। হাওয়া অফিস জানিয়েছিল দার্জিলিংয়ে অসময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাই তুষারপাতে বাধা। তবে এবার পাহাড়ে পর্যটকদের জন্য সুখবর। তুষারপাতের (Snowfall- Tiger Hill) পরিস্থিতি তৈরি হয়েছে টাইগার হিল, ঘুমে। সান্দাফুতে হালকা তুষারপাত হয়েছে। উত্তর সিকিম ইতিমধ্যেই ঢেকেছে বরফে। ছাঙ্গু, নাথুলায় পর্যটকদের প্রবেশে নিষেজ্ঞা জারি করেছে প্রশাসন। রাস্তা ঢেকে গিয়েছে সাদা বরফে (Snowfall- Tiger Hill)। কালিম্পংও কাঁপছে ঠাণ্ডায়। শীতে পাহাড়ের প্রকৃতির রূপ উপভোগ করতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। হোটেল, হোমস্টেগুলিতে জায়গা নেই। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত পাহাড়ের পর্যটনগুলিতে কোনও হোটেল পাওয়া যাচ্ছে না। রবিবার দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি। রাতে এই তাপমাত্রা ২-৩ গিয়ে ঠেকেছে। সারাদিন ছিল কুয়াশায় ঢাকা। অনেক বেলায় সামান্য দেখা মিলেছে সূর্যের। শিলিগুড়িতে ১২ ডিগ্রি। সকালে কুয়াশা ভরা ছিল। দুপরের দিকে রোদ উঠেছে। সন্ধ্যা থেকে শীতল হওয়া বইছে।

আরও পড়ুন-বিশ্বভারতী: পিছু হঠলেন উপাচার্য, তুলে নিলেন সাসপেনশন

Latest article