রোনাল্ডোর জন্য ছাঁটাই আবুবকর

Must read

রিয়াধ: সৌদি আরবের ক্লাব আল নাসেরে রেকর্ড বেতনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আসায় কোপ পড়ল ক্যামেরুনের বিশ্বকাপ অধিনায়ক ভিনসেন্ট আবুবকরের (Vincent Aboubakar- Cristiano Ronaldo) উপর। পর্তুগিজ তারকা আসার পর আবুবকরের সঙ্গে চুক্তি বাতিল করল সৌদির ক্লাবটি। এর ফলে রোনাল্ডোর নাম নথিভুক্ত হল সৌদির ক্লাবে। এখন শুধু ম্যাচে নেমে পড়ার অপেক্ষা।

আরও পড়ুন-ইরানের নিন্দায় সরব গোটা দুনিয়া

আগেই জানা গিয়েছিল, বিদেশি কোটা নিয়ে জটিলতায় রোনাল্ডোর (Vincent Aboubakar- Cristiano Ronaldo) নাম নথিভুক্ত করতে সমস্যা হচ্ছে আল নাসেরের। সৌদি আরবের লিগে একটি ক্লাব সর্বোচ্চ আট জন বিদেশি ফুটবলার নথিভুক্ত করে খেলাতে পারে। সিআর সেভেন নাম লেখানোর আগেই আল নাসেরে আট জন বিদেশি ফুটবলার ছিলেন। পর্তুগিজ তারকা ছিলেন দলটির নবম বিদেশি। তাই এক জনকে বাদ দিতেই হত সৌদির ক্লাবটিকে।

আরও পড়ুন-আন্তর্জালিক বেতার বা ইন্টারনেট রেডিও-র বৈজ্ঞানিক ব্যাখ্যা

শেষ পর্যন্ত রোনাল্ডোকে নথিভুক্ত করতে বাতিল করা হল আবুবকরের (Vincent Aboubakar) চুক্তি। ২০২১ সালের জুন মাসে তিন বছরের চুক্তিতে বেসিকতাস থেকে আল নাসেরে যোগ দিয়েছিলেন ক্যামেরুনের স্ট্রাইকার। বিশ্বকাপে (FIFA World Cup 2022) ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে ক্যামেরুনকে স্মরণীয় জয় এনে দিয়েছিলেন আবুবকর। শুধু গোল করেই নয়, সেদিন আনন্দে জার্সি খুলে সেলিব্রেশন করে বিশ্বের নজর কেড়েছিলেন এই ফরোয়ার্ড। রোনাল্ডো-আবুবকর জুটি দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। সেটি এখন আর হচ্ছে না। নিয়মের গেরোয় আটকে গেলেন ক্যামেরুন স্ট্রাইকার।

Latest article