আগামী দিনে কোভিড পরিস্থিতিতে অভিষেকের কথাকে প্রাধান্য দিয়েই চলতে হবে: সৌগত রায়

Must read

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যা বলেছেন তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।  এটাই দলের মত। এটাই তৃণমূল কংগ্রেসের দলীয় লাইন। এই মন্তব্য করেছেন দলের প্রবীণ সাংসদ ও বর্ষীয়ান নেতা সৌগত রায় (Sougata Roy)।

প্রবীণ এই সাংসদের (Sougata Roy) কথায়, যেহেতু আগেই পুরভোটের ঘোষণা ও দিন ঠিক হয়ে গিয়েছে প্রচার চলছে জোরকদমে তাই পুরভোট এখন বন্ধ করা সম্ভব নয়। একই কথা প্রযোজ্য গঙ্গাসাগর মেলার ক্ষেত্রেও।  গঙ্গাসাগর মেলার সবরকম প্রস্তুতি অনেক আগে থেকেই করা হয়ে গিয়েছে। দেশের  বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্ন্যাসী রা আসতে শুরু করেছেন। অনেক পুণ্যার্থীরাও এসে গেছেন। সরকার সবরকম ব্যবস্থা করেছে। তাই গঙ্গাসাগর মেলাও বন্ধ করা গেল না। কিন্তু অদূর ভবিষ্যতে কোভিড পরিস্থিতিতে এই ধরণের কিছু করতে হলে অবশ্যই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় যা বলেছেন তাকে প্রাধান্য দিয়েই চলতে হবে।

আরও পড়ুন: কোর্টের সম্মতিতে সাদরে মৃত্যুবরণ এস্কোবারের

গত শনিবার আলিপুরে ডায়মন্ড হারবারের কোভিড নিয়ন্ত্রণ বৈঠক থেকে বেরিয়ে সাংসাংবাদিকদের বলেন, কোভিডের বর্তমান পরিস্থিতিতে এখন দুমাস সবরকম রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখা উচিৎ।  সবার আগে জীবন। মানুষের জীবন বাঁচলে সব হবে।

সৌগত রায়ের সংযোজন, অনেকে হরিদ্বারের কথা বলছেন কিন্তু  এটা ঠিক নয়। গঙ্গাসাগর মেলা, উত্তরাখন্ডের মেলার থেকে বড়। আবেগ, রুটি রুজি এই সব জড়িয়ে আছি৷ স্বতন্ত্রতা কি কি করতে হবে তা হাইকোর্ট দেখতে বলেছে।  আদালতও বলল মেলা হবে। দুই সদস্য কমিটি বানিয়ে দিয়েছে। তারা দেখবে। পুরভোট নিয়েও এদিন তাঁর মতামত জানিয়েছেন সৌগত রায়।  তিনি জানিয়েছেন,  রাজ্যে পুর ভোট নিয়ে আদালত যা সিদ্ধান্ত নেবে তাই আমরা মেনে নেব। প্রশাসন ও কমিশন দেখছে গোটা বিষয়টি। এখন তো লকডাউন নেই তাহলে কেন ভোট নয়, আমি কমিশনের এই লাইনকে সমর্থন করি।

এই মূহুর্তে কোভিড নিয়ন্ত্রণে ডায়মন্ড হারবার এখন মডেল। অভিষেকের এই বক্তব্যকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমর্থন করেছেন দলের একাধিক নেতা।  এবার সৌগত রায়ের মতো প্রবীণ সাংসদও সেই পথে হাঁটলেন।

Latest article