বিনামূল্যে রেশন বন্ধের ভাবনা কেন্দ্রের! মোদিকে চিঠি সৌগতর

Must read

প্রতিবেদন : কেন্দ্রের আরও একটি জনবিরোধী সিদ্ধান্ত।প্রতিবাদ করল তৃণমূলের। এ বিষয়েই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যেতে পারে কেন্দ্রের বিনামূল্যে রেশন পরিষেবা। গরীব কল্যাণ অন্ন যোজনার রেশন বন্ধ না করার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ। আগামী ছমাস কেন্দ্রীয় রেশন ব্যবস্থা চালু করে রাখা হোক বলে দাবি জানান তৃণমূল সাংসদ। কারণ দেশের বিভিন্ন প্রান্তে এখনও করোনা অতিমারি রয়েছে। কেন্দ্রের বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হলে করোনার জন্যে যাঁরা আর্থিক ভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন, তাঁদের জন্যে এই রেশন চালু করার জানানো হয় চিঠিতে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সৌগত।

আরও পড়ুন : থিম নয় সাবেকিয়ানা

করোনা পরিস্থিতিতে গত বছর এপ্রিল মাস থেকে দেশজুড়ে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’  নামে বিনামূল্যে রেশন পরিষেবা চালু হয়। এই প্রকল্পের অধীন দেশে প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে মাসিক ৫ কিলোগ্রাম খাদ্যশস্য দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে গরিব মানুষের খাদ্যাভাসের কথা মাথায় রেখে মাসে দু কেজি চাল এবং তিন কেজি গম দেওয়া হয়। এই প্রকল্পের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। তাহলে, পয়লা ডিসেম্বর থেকে কী হবে? রেশনে কেন্দ্রের দেওয়া বিনামূল্যে চাল-গম পাওয়া যাবে? এই প্রশ্নের মধ্যেই কেন্দ্রীয় খাদ্যসচিব সুধাংশু পাণ্ডের জানান, দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি হচ্ছে। ফলে এই প্রকল্পের মেয়াদ আর বৃদ্ধির কোনও প্রস্তাব আসেনি।

কেন্দ্র এ প্রকল্প আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা না করলেও, একাধিক রাজ্য তাদের নিজেদের খরচে এই প্রকল্প চালিয়ে নিয়ে যাবে বলে ঘোষণা করেছে। আগেই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করা হবে। দীর্ঘদিন ধরেই গণবন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত সৌগত রায়। সংসদীয় কমিটিতেও তিনি অনেক বার গণবন্টন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।

Latest article