স্মৃতি ও ভাবনায় সৌমিত্র

সৌমিত্র চট্টোপাধ্যায় শুধুমাত্র অভিনেতা ছিলেন না। ছিলেন কবি, সম্পাদক, পরিচালক। সংস্কৃতির বিভিন্ন শাখায় ছিল তাঁর বিচরণ।

Must read

সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) শুধুমাত্র অভিনেতা ছিলেন না। ছিলেন কবি, সম্পাদক, পরিচালক। সংস্কৃতির বিভিন্ন শাখায় ছিল তাঁর বিচরণ। ২০২০ সালের নভেম্বরে পত্রভারতী থেকে বেরিয়েছিল তাঁর লেখা ‍‘আত্মপরিচয়’ বইটি। ২০২১-এর জানুয়ারিতে দ্বিতীয় মুদ্রণ প্রমাণ করে বইটি ঘিরে পাঠকদের উন্মাদনা। এই বইয়ের লেখাগুলো প্রকাশিত হয়েছে একটি দৈনিক সংবাদপত্রে।

আরও পড়ুন-জেলেনস্কি-মোদি

লেখাগুলোর মধ্যে তাঁর নিজস্ব উপলব্ধি বা চিন্তাভাবনা যেমন ফুটে উঠেছে, তেমনই জীবনের বাঁকে বাঁকে যেসব মণিমাণিক্য বা কণ্টক ছড়িয়ে আছে, বলেছেন সেই কথাও। এটা স্পষ্ট হয় দীর্ঘ সূচিপত্রের বৈচিত্র্য দেখলে। বইটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যতিক্রমী বই হিসেবে আগামীদিনে চিহ্নিত হয়ে থাকবে। পাওয়া যাচ্ছে এবারের বইমেলাতেও। দাম ৩৯৫ টাকা।

Latest article