জেলেনস্কি-মোদি

বেশ কিছুদিন ধরেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

Must read

বেশ কিছুদিন ধরেই ভারতীয় প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। একাধিক বার্তায় তিনি মোদির সাহায্য চেয়েছিলেন। জেলেনস্কি একাধিকবার মোদিকে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলে রাশিয়ার তরফে যুদ্ধ বিরতি ঘোষণা করার আরজি জানিয়েছিলেন। দীর্ঘ আবেদনের পর অবশেষে মিলল সাড়া।

আরও পড়ুন-জমজমাট পশ্চিমবঙ্গ মণ্ডপ

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কিছুক্ষণ ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। প্রধানমন্ত্রী এদিন জেলেনস্কিকে সব ধরনের মানবিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে সেদেশে আটকে থাকা ভারতীয়রা যাতে নিরাপদ ও সুরক্ষিত থাকেন এবং দ্রুত দেশে ফিরতে পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মোদি জেলেনস্কির কাছে আবেদন জানিয়েছেন।

Latest article