জমজমাট পশ্চিমবঙ্গ মণ্ডপ

বাংলা আকাদেমির পাশেই আছে শিশু কিশোর আকাদেমি। ছোটদের জন্য এই প্রতিষ্ঠান প্রকাশ করেছে বেশকিছু গুরুত্বপূর্ণ বই।

Must read

অংশুমান চক্রবর্তী: কলকাতা বইমেলায় বরাবর আকর্ষণের কেন্দ্রে থাকে পশ্চিমবঙ্গ মণ্ডপ। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত বিভিন্ন প্রতিষ্ঠানের বই পাওয়া যায় এই স্টলে। দেখা যায় উৎসাহী পাঠকদের ভিড়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই মণ্ডপে বিক্রি হচ্ছে ভালই।
অসংখ্য বই প্রকাশ করেছে রাজ্য সরকারের সারস্বত প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। তারমধ্যে উল্ল্যেখযোগ্য বঙ্কিম রচনাবলী এবং রবীন্দ্র রচনাবলী। প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি খণ্ডে। বইমেলায় দুটি বইয়েরই দারুণ চাহিদা। এর পাশাপাশি অনেকেই সংগ্রহ করছেন মানিক বন্দ্যোপাধ্যায় রচনাবলী।

আরও পড়ুন-যুদ্ধাপরাধ খতিয়ে দেখবে আইসিসি

অত্যন্ত জনপ্রিয় আকাদেমির জীবনী সিরিজ। প্রকাশিত হয়েছে বহু বিখ্যাত মানুষের জীবনী। সারাবছর ধরেই রয়েছে চাহিদা। বইমেলায় দারুণ বিক্রি হচ্ছে রথীন্দ্রনাথ ঠাকুর, আশাপূর্ণা দেবী, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, অদ্বৈত মল্লবর্মণ প্রমুখের জীবনী। অনেকেই সংগ্রহ করছেন লীলা মজুমদারের লেখা ‘সুকুমার’ বইটি। প্রত্যেকটির দাম নাগালের মধ্যে।

আরও পড়ুন-রাশিয়াকে বাগে আনতে ৩ ইস্যুতে মার্কিন চাপ

এর বাইরে ভাল বিক্রি হচ্ছে প্রবোধচন্দ্র সেনের ‘বাংলার ইতিহাস সাধক’, সুকুমার সেন ও সুভদ্রকুমার সেনের ‘বাঙালীর ভাষা’, হীরেন্দ্রনাথ দত্তর ‘বাংলা গদ্যের ইতিহাস’, সুভাষ মুখোপাধ্যায়ের ‘বাঙালির ইতিহাস’, উদয়ন মিত্রর ‘জানা অজানা মহাফেজখানা’, শাঁওলী মিত্রর ‘গিরিশযুগের নাট্যকন্যারা’, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘আমার সাহিত্য-জীবন’, সুভাষ মুখোপাধ্যায় অনূদিত হিউটয়ের ‍‘ব্যাঘ্রকেতন’ প্রভৃতি বই। কয়েকবছর পর পুনর্মুদ্রিত হয়েছে ‍‘বাংলার ছড়া’। পাশাপাশি আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর‍‘ছড়া সমগ্র’। দুটি বই সংগ্রহ করছেন ছড়াপ্রেমীরা। বড়দের পাশাপাশি সংগ্রহ করছে ছোটরাও।

আরও পড়ুন-বোমাবর্ষণ আর বৈঠক একসঙ্গে!

বাংলা আকাদেমির পাশেই আছে শিশু কিশোর আকাদেমি। ছোটদের জন্য এই প্রতিষ্ঠান প্রকাশ করেছে বেশকিছু গুরুত্বপূর্ণ বই। এবারের বইমেলায় দুর্দান্ত বিক্রি হচ্ছে ‍‘সত্যজিৎ একাই একশো’ এবং ‍‘ফেলুদা ৫০’ বই দুটি। এর পাশাপাশি দারুণ চাহিদা চিরকালীন কিছু বইয়ের। তারমধ্যে উল্ল্যেখযোগ্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ‍‘টুনটুনির বই’। আছে রংবেরঙের জীবনী সিরিজ। বেশি বিক্রি রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কাজী নজরুল ইসলাম প্রভৃতি বইগুলির। আকাদেমির নিজস্ব পত্রিকা ‍‘চিরসবুজ লেখা’। এর চাহিদাও দারুণ। তথ্য অধিকার-এ আছে ‘পশ্চিমবঙ্গ’ পত্রিকার বিভিন্ন উল্লেখযোগ্য সংখ্যা। চাহিদা বেশি ‘সিঙ্গুর ঐতিহাসিক আন্দোলন ঐতিহাসিক জয়’, ‘সম্প্রীতির শারদোৎসব’, ‘লক্ষ্যভেদে সফল কন্যাশ্রী’, ‘জয় সুশাসনের’, ‘তৃতীয়বার শপথ’, ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২৫-এ পা’ প্রভৃতি সংখ্যাগুলোর।

আরও পড়ুন-জয়েন্টের জন্য সূচি বদল উচ্চমাধ্যমিকের

বসুমতী সাহিত্য মন্দিরে পাওয়া যাচ্ছে মহাত্মা কালীপ্রসন্ন সিংহের ‘মহাভারত’, ‘ত্রৈলোক্য গ্রন্থাবলী’-সহ বেশকিছু সংগ্রহে রাখার মতো বই, সংকলন। এর পাশাপাশি মণ্ডপে আছে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি, রাজ্য সংগীত আকাদেমি, রাজ্য চারুকলা পর্ষদ, নন্দন-সহ রাজ্য সরকারের আরও কয়েকটি প্রতিষ্ঠানের বই। পাশাপাশি আয়োজিত হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপর একটি বিশেষ প্রদর্শনী। সবমিলিয়ে গত সাত-আট দিনে জমজমাট বইমেলার পশ্চিমবঙ্গ মণ্ডপ।

Latest article