যুদ্ধাপরাধ খতিয়ে দেখবে আইসিসি

এই মুহূর্তে আইসিসি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের ফলে হওয়া মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ ও গণহত্যার তদন্ত চালাচ্ছে৷

Must read

প্রতিবেদন : রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি৷ রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে তদন্তের আশ্বাস দিলেও আইসিসি–র কিছু সীমাবদ্ধতাও রয়েছে৷ সাধারণত মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, নিরীহ সাধারণ মানুষকে মেরে ঘটানো যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের মতো গুরুতর অপরাধের তদন্ত করে থাকে আইসিসি৷

আরও পড়ুন-রাশিয়াকে বাগে আনতে ৩ ইস্যুতে মার্কিন চাপ

বিশ্বের ১২৩টি দেশ আইসিসি–র সদস্য৷ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মুখ্য প্রসিকিউটর করিম খান ২০১৪ সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত করছেন৷ ইউক্রেনের উপর চলা রুশ আক্রমণ নিয়ে আইসিসি কর্তা বলেন, এই অপরাধের ঘটনা খতিয়ে দেখা হবে৷ আইসিসি পুতিনের বিরুদ্ধে তদন্ত করলে তার পরিণতি কী হতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল৷ তবে, পুতিনকে দোষী সাব্যস্ত করতে হলে সবার আগে প্রমাণ করতে হবে তিনি যুদ্ধাপরাধ করেছেন৷ এই মুহূর্তে আইসিসি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের ফলে হওয়া মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ ও গণহত্যার তদন্ত চালাচ্ছে৷

Latest article