কুণাল ঘোষ, মাদ্রিদ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী
মাদ্রিদ: আজ বৃহস্পতিবার, লগ্নি টানার লক্ষ্যে বৈঠক শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই থেকে বুধবার দুপুরে মাদ্রিদ পৌঁছে গিয়েছেন তিনি। বৃহস্পতিবার থেকে লাগাতার শিল্প ও বাণিজ্য মহলের সঙ্গে বৈঠক রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বৃহস্পতিবার লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বুধবারই সস্ত্রীক লন্ডন থেকে মাদ্রিদ পৌঁছেছেন সৌরভ।
আরও পড়ুন-আরও ১৫ লক্ষ সাইকেল
মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার প্রতিনিধিদলে এসেছেন একঝাঁক শিল্পপতি। বৃহস্পতিবার সন্ধেয় লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভেজের সঙ্গে বৈঠক বাংলার মুখ্যমন্ত্রীর। সেখানে থাকবেন মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত এবং মহামেডানের ইশতিয়াক আহমেদ। ভিসা জটিলতায় এখনও মাদ্রিদে পৌঁছননি ইস্টবেঙ্গলের রূপক সাহা। বৃহস্পতিবার বৈঠকের আগে তিনি পৌঁছে যাবেন বলে আশা। বৈঠকে থাকবেন সৌরভও।
এদিকে ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’-এর দুই কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশুশেখর দে-ও স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।
আরও পড়ুন-রাজ্যপালের স্বৈরাচারিতার বিরুদ্ধে অবস্থানের তৃতীয়দিনে গর্জে উঠল ছাত্র পরিষদ
মাদ্রিদে রাসায়নিক শিল্প, গাড়ি, বিমান নির্মাণ, ইলেকট্রনিক পণ্য, চিকিৎসার সরঞ্জাম, প্রক্রিয়াজাত খাবার, চর্মজাত পণ্য উৎপাদন শিল্পই প্রধান। ইউরোপের অন্যান্য শহরের মতোই আধুনিক পরিকাঠামো রয়েছে রাজধানী মাদ্রিদে। স্পেনে ৬ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত শিক্ষা অবৈতনিক।
ফুটবল প্রশাসক হিসেবে মোট ১১টি লা লিগা ক্লাবের সঙ্গে কাজ করেছেন তেভেজ। টিকিটের দাম দর্শকদের সাধ্যের মধ্যে এনেছেন। প্রেসিডেন্ট হিসেবে ম্যাচ গড়াপেটার বিরুদ্ধে লড়েছেন। ক্লাবগুলির ডিজিটাল এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের উন্নয়ন করেছেন লা লিগার প্রেসিডেন্ট। এহেন তেভেজের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হবে বলেই আশা সব মহলের।