ইডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনাল চান সৌরভ

Must read

প্রতিবেদন : নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে ওঠার স্বপ্ন জিইয়ে রেখেছেন বাবর আজমরা। সেমিফাইনালে ওঠার ত্রিমুখী লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানও। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav ganguly) আবার মুখিয়ে রয়েছেন, ১৬ নভেম্বর (দ্বিতীয় সেমিফাইনাল) ইডেনের ২২ গজে ভারত-পাক দ্বৈরথ দেখার জন্য।
একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ (Sourav ganguly) বলেছেন, আমি চাই বাবররা সেমিফাইনাল খেলতে কলকাতায় আসুক। ইডেনের ২২ গজে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এর থেকে বড় কিছু আর কী হতে পারে। তবে সৌরভের স্বপ্নের ম্যাচ হওয়া নির্ভর করছে বেশ কিছু অঙ্কের হিসাবের উপরে। বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রথম সেমিফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেদিন পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল মুখোমুখি হবে চার নম্বরে থাকা দলের। অন্যদিকে, ইডেনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দু’টি দল।
সৌরভের আশা পূরণ করার জন্য তাই ভারতকে দ্বিতীয় স্থানে রাউন্ড রবিন লিগ শেষ করতে হবে। পাকিস্তানকে তিন নম্বরে। কিন্তু বাস্তবে তেমনটা হওয়া কঠিন। কারণ বাবররা যদি শেষ পর্যন্ত সেমিফাইনালে ওঠেনও, তাহলেও তৃতীয় স্থানে শেষ করার সম্ভবনা খুবই কম। কারণ অস্ট্রেলিয়া নিজেদের শেষ দু’টি ম্যাচের একটিতে জিতলেই তিন নম্বরে শেষ করবে। আবার ভারত যদি প্রথম স্থানে শেষ করে ও পাকিস্তান চার নম্বরে। সেক্ষেত্রে সেই ম্যাচটা হবে ১৫ নভেম্বর ওয়াংখেড়েতে।

আরও পড়ুন- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সুনীল নারিন

Latest article