মুম্বই, ১৮ অক্টোবর : ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমানা শেষ! সৌরভ পরবর্তী বিসিসিআই-এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন ’৮৩-র বিশ্বকাপজয়ী সদস্য রজার বিনি। মঙ্গলবার মুম্বইয়ের তাজ প্যালেস হোটেলে বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ৬৭ বছরের প্রাক্তন তারকা। ৩৬তম সভাপতি হিসেবে বোর্ডের মসনদে বসলেন ভারতের হয়ে ২৭টি টেস্ট এবং ৭২টি ওয়ান ডে খেলা বিনি। সভায় এদিন হাসিমুখেই দেখা যায় সৌরভকে।
আরও পড়ুন-১০৮ নরমুণ্ডের পুজো মহাশ্মশানে
শুভেচ্ছা জানিয়েছেন নতুন বোর্ড প্রধানকে। নতুন দায়িত্ব নিয়ে বিনি বললেন, ‘‘বোর্ড সভাপতি হিসেবে আমি প্রাথমিকভাবে দু’টি বিষয়ে ফোকাস করতে চাই। প্রথমত, খেলোয়াড়দের চোট আঘাত থেকে মুক্ত রাখা। দ্বিতীয়ত, ভারতের উইকেটগুলিকে আরও প্রাণবন্ত রাখা। যাতে বিদেশ সফরের আগে আমাদের ছেলেরা তৈরি থাকে।’’
সহসভাপতি পদে বহাল থাকলেন রাজীব শুক্লা। সচিব পদে আরও একটা মেয়াদে বহাল থাকলেন জয় শাহও। যুগ্মসচিব পদে এলেন অসমের দেবজিৎ সইকিয়া। কোষাধ্যক্ষ পদে মুম্বইয়ের বিজেপি সভাপতি আশিস সেলর। আগের কমিটিতে কোষাধ্যক্ষ থাকা অরুণ ধুমলকে দেওয়া হয়েছে আইপিএল চেয়ারম্যানের পদ। আইপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য হিসেবে এলেন সিএবি-র বিদায়ী সভাপতি অভিষেক ডালমিয়া। সাধারণ সভার প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ কমিটিতে (অ্যাপেক্স কাউন্সিল) নির্বাচিত হয়েছেন এমকেজে মজুমদার।
আরও পড়ুন-শোষক পোকার হানা থেকে আমন চাষ বাঁচাল ভারী বৃষ্টি
বোর্ডের নতুন পদাধিকারীদের নাম আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। শুধু এদিন তাতে সিলমোহর পড়ল। তবে জল্পনা ছিল, আইসিসি চেয়ারম্যান পদে কার নাম পাঠাবে বোর্ড তা নিয়ে। এদিন সভা শুরুর আগে থেকেই নতুন করে জল্পনা তৈরি হয় সৌরভকে নিয়ে। শোনা যায়, অনুরাগ ঠাকুর বা নারায়ণস্বামী শ্রীনিবাসন নন, সৌরভের নামই আইসিসি চেয়ারম্যান পদের জন্য পাঠাবে বোর্ড। কিন্তু সে বিষয়ে মঙ্গলবারের বার্ষিক সাধারণসভায় কোনও আলোচনাই হল না। সূত্রের খবর, মিটিংয়ের অ্যাজেন্ডাতেই ছিল না আইসিসি-র বিষয়টি। ফলে সভাপতির পদ হারানোর পর বিসিসিআই থেকে আইসিসি-তে সৌরভ যাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। জানা গিয়েছে, ভারতীয় বোর্ড বিষয়টি বর্তমান আইসিসি চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের উপরই ছেড়ে দিচ্ছেন। তিনি মনে করলে আইসিসি নিয়মানুযায়ী দ্বিতীয়বারের মেয়াদে থেকে যেতে পারেন। সেক্ষেত্রে তাঁকে সমর্থন করবে বিসিসিআই। প্রসঙ্গত, বৃহস্পতিবার ২০ অক্টোবর আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। চেয়ারম্যান নির্বাচনের জন্য মেলবোর্নে আইসিসি বোর্ড মিটিং ১১-১৩ নভেম্বর।
আরও পড়ুন-১৩৪ কোটির লেনদেন
মঙ্গলবারের সভায় অবশ্য বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। যেগুলির অন্যতম মহিলাদের আইপিএলে অনুমোদন। যা আগামী বছর মার্চে হবে। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত পুরুষ ভারতীয় ক্রিকেট দলের ক্রীড়াসূচি এবং মহিলা দলের ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ক্রীড়াসূচিতে অনুমোদন দিয়েছে বোর্ড। পাশাপাশি আগের আর্থিক বছরের (২০২১-২২) আয়-ব্যয়ের হিসাব এবং বর্তমান আর্থিক বছরের (২০২২-২০২৩) বাজেট পাশ হয়েছে। সভায় সৌরভের নেতৃত্বাধীন আগের কমিটির কাজের প্রশংসা করা হয়েছে।
আরও পড়ুন-বিজেপিতে ফের বিদ্রোহ শুরু
রজারকে শুভেচ্ছা। নতুন গ্রুপ বোর্ডকে এগিয়ে নিয়ে যাবে। বিসিসিআই ঠিক হাতেই রয়েছে। ভারতীয় ক্রিকেট শক্তিশালী। নতুন কমিটির সাফল্য কামনা করি। সৌরভ গঙ্গোপাধ্যায়