প্রতিবেদন : জাতীয় দলের প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড়ের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়ের ভূমিকায় খুশি নন অনেকেই। বিশেষ করে, টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ভরাডুবির পর দ্রাবিড় কড়া সমালোচনার মুখে পড়েছিলেন। যদিও সৌরভ বলছেন, ‘‘টি-২০ বিশ্বকাপ ছাড়া কোচ হিসেবে দ্রাবিড়ের পারফরম্যান্স যথেষ্ট ভাল।’’
আরও পড়ুন-ধ্বংসস্তূপ থেকে উদ্ধার চেলসির প্রাক্তনী আতসু
প্রাক্তন বিসিসিআই প্রসিডেন্ট আরও যোগ করেছেন, ‘‘জাতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড় আগামী দিনেও ভাল কাজ করবে। আমাদের সবার উচিত ওকে পর্যাপ্ত সময় দেওয়া। সবে মাত্র এক বছর হল ও জাতীয় দলের দায়িত্ব নিয়েছে। একজন কোচের মূল্যায়ন করার জন্য এটা খুবই কম সময়।’’ একই সঙ্গে সৌরভ মনে করেন, দ্রাবিড়ে হাতে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত। তিনি বলেন, ‘‘এই দলটা দ্রাবিড়ের কোচিংয়ে আরও উন্নতি করবে বলেই মনে করি। শুভমন গিলকেই দেখুন। ব্যাটার হিসেবে কতটা পরিণত হয়েছে।’’