পুণে, ১ নভেম্বর : নিউজিল্যান্ডকে (South Africa-New Zealand) ১৯০ রানে উড়িয়ে বিশ্বকাপ সেমিফাইনালের রাস্তা অনেকটাই সুরক্ষিত করল দক্ষিণ আফ্রিকা। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে ফের শীর্ষে টেম্বা বাভুমারা। অন্যদিকে হারের হ্যাটট্রিক করে কিছুটা চাপে নিউজিল্যান্ড (South Africa-New Zealand)। দক্ষিণ আফ্রিকার ৩৫৭ রানের জবাবে কিউয়িদের ইনিংস ৩৫.২ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানে।
এদিকে, বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন কুইন্ডন ডি’কক। বুধবার আরও একটি সেঞ্চুরি তুলে নিলেন তিনি। এই নিয়ে চারটি সেঞ্চুরি হল তাঁর। তাঁর মতোই রসি ভ্যান ডার ডুসেনও সেঞ্চুরি করেছেন পুনের এই ম্যাচে। ডি’ককের ব্যাট থেকে এসেছে ১১৪ রান। ডুসেন করেন ১৩১ রান। মূলত এঁদের জন্যই দক্ষিণ আফ্রিকা এদিন ৫০ ওভারে ৩৫৭-৪ তুলতে পেরেছিল। টম লাথাম টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে দিয়েছিলেন। ৩৮ রানে তেম্বা বাভুমার (৮) উইকেট হারানোর পর ২০০ রানের পার্টনারশিপ খেলেছেন ডি’কক ও ডুসেন। ট্রেন্ট বোল্টকে বাদ দিলে সব কিউয়ি বোলারই এই দুজনের কাছে মার খেয়েছেন। সাতজন বোলার ব্যাবহার করেও ডি’কক ও ডুসেনকে থামানো যায়নি। ডি’কক ১১৬ বলে দশটি বাউন্ডারি ও তিনটি ছক্কায় এই রান করেছেন। তবে তার থেকেও আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছেন ডুসেন। ১১৮ বলে ন’টি চার, পাঁচটি ছক্কা। এ ছাড়া ডেভিড মিলার করেছেন ৫৩ রান। টিম সাউদি ১০ ওভারে ৭৭ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট বোল্ট ও নিশামের।
আরও পড়ুন- ইজরায়েলি হানায় নিহত পরিবারের ১৯ জন সদস্য, ১৫ দিনে মৃত্যু ৩৪৫০ শিশুর