সিপিএম ছেড়ে তৃণমূলে ৫০, বিজয়া সম্মিলনীতে শতাব্দী

তৃণমূলই পারে বিজেপিকে দেশ থেকে হটাতে

Must read

সংবাদদাতা, মুরারই : দলছুট হয়ে থাকবেন না। সবার সঙ্গে মিলেমিশে থাকবেন। একসঙ্গে কাজ করবেন। এক পরিবারের মতো থাকবেন। নেতাদেরও বলব, সবাইকে ডাকবেন। তিনিই বড় নেতা যিনি সবাইকে নিয়ে চলতে পারেন। বুধবার মুরারই ২ ব্লকের হিয়াতনগরে বিজয়া সম্মিলনীতে এ কথা বলেন সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। সম্মিলনী মঞ্চে মুরারইয়ের জাজিগ্রাম অঞ্চল সিপিএম সদস্য আনারুল খান ৫০ জন বাম সমর্থককে নিয়ে তৃণমূলে যোগ দেন। যোগদানের পর সাংসদ (Shatabdi Roy) বলেন, লোকসভা, বিধানসভা এবং ত্রিস্তর পঞ্চায়েত তৃণমূলের পক্ষে না এলে উন্নয়ন ব্যাহত হবে। বিরোধীরা উন্নয়ন আঁটকে দেবে। দলের কোনও প্রার্থী মনমতো না হলে তাঁকে ভোট না দিয়ে জব্দ করার কথা ভাববেন না। এতে আপনার প্রিয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করা হবে। দলছুট হবেন না। দলবদ্ধ হবেন। চোখের সামনে দেখলেন সিপিএমের মেম্বার সদলবলে তৃণমূলে যোগ দিলেন। আলাদা হয়ে কেউ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় একজনই। তাঁকে আর অভিষেককে দেখে দলে আসা। কেন্দ্রের বিজেপি সরকার মানুষকে কাজ করিয়ে পয়সা দেয়নি। কাজ করিয়ে টাকা না দেওয়া অপরাধ। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে নিয়ে একশো দিনের টাকা আদায়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করেছেন। সেই আন্দোলন তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা রাজ্যের আন্দোলনে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন তৃণমূল থেকে আলাদা হয়ে অনেকেই ফের তৃণমূলে ফিরে এসেছেন। পাঁচ মাস পর লোকসভা নির্বাচন। এই মুহূর্তে তৃণমূলই পারে দেশ থেকে বিজেপিকে হটাতে। তৃণমূল ছাড়া এ জায়গায় কেউ নেই। তাই আপনার ভোটটি মূল্যবান। অনুষ্ঠানে ছিলেন বিধায়ক মোশারফ হোসেন, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য প্রমুখ।

আরও পড়ুন- অ্যাপলকে তলব করতে পারে কমিটি

Latest article