দুর্ঘটনায় ম্যাক্সওয়েল, অবসর ঘোষণা উইলির

Must read

আমেদাবাদ, ১ নভেম্বর : বিশ্বকাপে অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা। গল্ফ কার্ট থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেলেন দুরন্ত ছন্দে থাকা অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। শনিবার আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। কয়েকদিন আগেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের ইতিহাসে মাত্র ৪০ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অস্ট্রেলীয় তারকা।
এই ঘটনায় অস্ট্রেলিয়ার আর কোনও ক্রিকেটার চোট পাননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে যাওয়া ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার ডেভিড উইলি বুধবার আচমকা অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। চলতি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন উইলি। শেষ তিন ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি লোয়ার ডাউনে ৪২ রানও করেছেন। নেপথ্যে কি ইসিবি-র সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন।
ম্যাক্সওয়েলের চোটে অস্ট্রেলিয়ার ক্রিকেটমহলে প্রশ্ন, বিশ্বকাপের মধ্যে ক্রিকেটাররা ছুটি কাটাতে গিয়ে কেন ঝুঁকির রাস্তায় হাঁটছেন? নিউজিল্যান্ড ম্যাচের পর সপ্তাহখানেকের বিরতি থাকায় ক্রিকেটাররা নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছিলেন। আমেদাবাদে পৌঁছে গত সোমবার সন্ধ্যায় একটি জায়গায় গল্ফ কার্টে ঘুরছিলেন ম্যাক্সওয়েল। পড়ে গিয়ে মাথায় ও ঘাড়ে চোট পেলেও তা গুরুতর নয়। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কিন্তু রিহ্যাব করে একশো শতাংশ ফিট হয়ে মাঠে ফিরতে হবে ম্যাক্সওয়েলকে।

আরও পড়ুন-ডি’কক-ডুসেন ঝড় হার নিউজিল্যান্ডের

Latest article