সেঞ্চুরিয়ন, ২৫ ডিসেম্বর : তিনি মনে করেন দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে সেই ধার নেই।
সুনীল গাভাসকর এও মনে করেন যে, রোহিত শর্মা ও বিরাট কোহলি অনেক রান করবেন।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সেঞ্চুরিয়ন টেস্ট। দুই টেস্টের এই সিরিজের দিকে নজর আছে অনেকের। যেহেতু ভারত আগে কখনও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতেনি।
আরও পড়ুন-জনসংযোগে বিদ্ধ হবে বিরোধীরা
এই আবহে গাভাসকর এই সিরিজ নিয়ে নিজের ধারণা স্পষ্ট করেছেন। স্টার স্পোর্টসে গাভাসকর বলেছেন, রোহিত ও বিরাট অভিজ্ঞ ব্যাটার। ওরা সর্বত্র রান করেছে। সুতরাং আমি এমনই আশা করি যে ওরা এই সিরিজেও রান করবে। এরপরই তিনি দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন আপ নিয়ে প্রশ্ন তোলেন। সানি বলেছেন, ওদের বোলিংয়ে সেই ধার নেই। নরখিয়া নেই। রাবাডা ও এনগিডিও হয়তো খেলতে পারবে না। ফলে ওদের বোলিংয়ে অভিজ্ঞতার অভাব রয়েছে। ফলে রোহিত ও বিরাট রান করবে আর ভারত বড় স্কোর করবে বলে আমার ধারণা।
ব্যাটার ও অধিনায়ক হিসাবে রোহিতের কাছে এই সিরিজ কতটা গুরুত্বপূর্ন জিজ্ঞেস করা হলে প্রাক্তন ওপেনার বলেন, টেস্ট ম্যাচে মানসিক দিকটাও খুব গুরুত্বপূর্ন। একদিনের ক্রিকেটে রোহিত প্রথম দশ ওভারে যত বেশি সম্ভব রান তোলার জন্য আক্রমণাত্বক খেলেছে। কিন্তু এবার টেস্ট ম্যাচে এই মানসিকতার বদল করতে হবে। রোহিত সারাদিন ব্যাট করলে ১৮০-৯০ রান করবে। তাহলে ভারত ৩০০-র বেশি রান তুলে ফেলবে।
আরও পড়ুন-জেলায় জেলায় সাড়ম্বর বড়দিনের উৎসবে মাতল মানুষ
রোহিতকে নিয়ে সানি আরও বলেছেন, যে মুহূর্তে রোহিত রান পাবেন, তাঁর আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর অধিনায়কের আত্মবিশ্বাস বাড়লে তার প্রভাব পড়বে দলের উপরেও। এদিকে, গত বিশ্বকাপে অসাধারণ খেলেছেন রোহিত। ব্যক্তিগত পরিসংখ্যানের পরোয়া না করে তিনি প্রথম ১০ ওভারে রান রেট বাড়ানোর চেষ্টা করেছেন। যার ফল পেয়েছে দল। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে পরাস্ত হয়েছিল ভারত।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…