রাজ্যপালের ‘সীমারেখা’ নিয়ে প্রশ্ন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের

Must read

আজ ডিরোজিওর স্মরণ অনুষ্ঠানে ফের রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সুস্পষ্ট অভিযোগ, পশ্চিমবঙ্গ বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করছেন রাজ্যপাল।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay) বলেন, ‘‘রাজ্যপালের নিজের সীমারেখা বোঝা উচিত । তিনি রাজভবন থেকে যা খুশি বলতেই পারেন । কিন্তু নিজের ক্ষোভ প্রকাশের জন্য বিধানসভাকে ব্যবহার করতে পারেন না ।’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্যপালের বোঝা উচিত কোথায় থামতে হবে। সংবিধান রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং অধ্যক্ষকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছে। সেই জায়গা থেকে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে বিধানসভার চৌহদ্দিতে দাঁড়িয়ে তিনি যেভাবে আক্রমণ করছেন, তাতে বিধানসভার গরিমাকে ক্ষুণ্ণ করছে।’’

আরও পড়ুন – আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনের ফলাফল নিয়ে টুইটারে কটাক্ষ কুণালের

বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Bandopadhyay) আরও অভিযোগ, ‘‘রাজ্যপাল বিধানসভায় দাঁড়িয়ে এই বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করতে চেয়েছে । আমি অনুরোধ করেছিলাম এখানে কোনও প্রেস কনফারেন্স করা উচিত হবে না । তা সত্ত্বেও তিনি বিভিন্ন কথা বলছেন । তবে রাজ্যপালের বোঝা উচিত তাঁর সীমারেখা কতটা। কোথায় থামতে হবে ।’’

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিধানসভায় যান রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সেই অনুষ্ঠানে যোগদানের পর বিধানসভা চত্বরে দাঁড়িয়েই দীর্ঘ ৪০ মিনিট সাংবাদিক সম্মেলন করেন রাজ্যপাল। রাজ্যের আইন শৃঙ্খলা সহ নানান বিষয় পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি সেখানেই৷ এই সাংবাদিক সম্মেলন নিয়েও মত বিরোধ তৈরি হয় রাজ্যপাল ও স্পিকারের মধ্যে।

Latest article