উরস উৎসবে গেদেতে এল বাংলাদেশের বিশেষ ট্রেন

গেদে সীমান্তে এই ট্রেন দেখতে স্থানীয়রা ভিড় করেন। ২৫ বগিতে ২০৫৬ যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ট্রেন ঢোকে ভারতে।

Must read

সংবাদদাতা, নদিয়া : বৃহস্পতিবার মেদিনীপুর শহরের বিখ্যাত উরস উৎসবে যোগ দিতে বাংলাদেশের ঢাকা, কুষ্টিয়া, খুলনা থেকে কয়েক হাজার তীর্থযাত্রী বিশেষ ট্রেনে গেদে সীমান্ত দিয়ে ভারতে ঢুকলেন। ২৫ বগির ট্রেনে তাঁরা মেদিনীপুরে উদ্দেশ্যে রওনা দেন। গেদে সীমান্তে এই ট্রেন দেখতে স্থানীয়রা ভিড় করেন। ২৫ বগিতে ২০৫৬ যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ট্রেন ঢোকে ভারতে।

আরও পড়ুন-আর লাগবে না কৃষিবিমার প্রিমিয়াম, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে খুশি আলুচাষিরা

গেদে স্টেশনে বিএসএফ, কাস্টমস, আরপিএফের কর্তারা নিয়ম অনুযায়ী চেকিং করেন। উরস উৎসব উপলক্ষে ঢাকা থেকে মেদিনীপুর বিশেষ ট্রেনের ব্যবস্থা প্রথম চালু হয় ১৯০৩-এ। সেই রীতি আজও চলছে। সুফিসাধক হজরত সৈয়দ মুরশেদ আলি আলকাদেরি আল বাগদাদির স্মৃতিতে প্রতি বছর এই উৎসব মাতে মেদিনীপুর শহর। শুধু বাংলাদেশ নয়, ভারতীয় উপমহাদেশের অন্যান্য জায়গা থেকেও বহু তীর্থযাত্রী এসময় মেদিনীপুরে আসেন। উরস উৎসব উপলক্ষে শহরের জোড়া মসজিদে ভক্তরা আনন্দে মেতে ওঠেন। সাধকের বাসস্থান দায়রাপাক ও সাধনাস্থল কাঁসাই নদীর তীরের স্ত্রীগঞ্জপাকে ভক্ত-পুণ্যার্থীদের ঢল নামে।

Latest article