সিজানো পরবে একদিনে বিকোল ৫০ লক্ষের মাছ

সরস্বতী পুজোর পরদিনই গোটা পুরুলিয়া জুড়ে পালিত হল বাসি ভাত বা সিজানো পরব। এই পরবে ষষ্ঠীপুজোর সঙ্গে বাড়ি-বাড়ি চলে অরন্ধন

Must read

প্রতিবেদন : সরস্বতী পুজোর পরদিনই গোটা পুরুলিয়া জুড়ে পালিত হল বাসি ভাত বা সিজানো পরব। এই পরবে ষষ্ঠীপুজোর সঙ্গে বাড়ি-বাড়ি চলে অরন্ধন। রীতি মেনে হয় ভূরিভোজের আয়োজন। তাই বুধবার পুরুলিয়ার বড় হাটে একদিনেই বিক্রি হল প্রায় ৫০ লক্ষ টাকার ৩০০ কুইন্টালেরও বেশি মাছ। বিপুল অঙ্কের এই কেনাবেচায় খুশি মৎস্যজীবীরা।

আরও পড়ুন-উরস উৎসবে গেদেতে এল বাংলাদেশের বিশেষ ট্রেন

এই পরব উপলক্ষে সাধারণত সরস্বতী পুজোর আগের দিন থেকেই মাছ বিক্রি শুরু হয়। পুজোর দিন হয় সবচেয়ে বেশি মাছ বিক্রি। বড়হাটের এক মাছবিক্রেতা বলেন, মাদ্রাজ থেকে ৩০ কুইন্টাল মাছ আনিয়েছিলাম। ময়না থেকেও কিছু মাছ এসেছিল। ১৫০-২০০ টাকা দরে সব বিক্রি হয়ে গিয়েছে। ওই বাজারের আর এক মাছবিক্রেতা বলেন, সামুদ্রিক মাছের চাহিদা প্রায় ছিলই না। দেশি মাছই বেশি বিক্রি হয়েছে। ষষ্ঠীপুজোর রান্নায় বড় মাছের সঙ্গে চারাপোনাও বিক্রি হয়। ২০০ টাকা কেজি দরে তাই চারাপোনার বিক্রিও ছিল ভাল।

Latest article