কাল শিবরাত্রি (Shivratri)। যদিও সময় এবার একটু অন্যরকম হলেও এদিন শিবের স্থানে ভিড় অকল্পনীয় হবে সেটাই স্বাভাবিক। এই অবস্থায় যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হল। মহাশিবরাত্রির জন্য হাওড়া-তারকেশ্বর লাইনে চার জোড়া স্পেশাল ট্রেন চালাতে চলেছে পূর্ব রেল। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব রেলের তরফে খবর, তারকেশ্বরে ‘শিবরাত্রি মেলা’-র জন্য শুক্রবার এবং শনিবার দুটি করে স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। শুক্রবার (৮ মার্চ) দুটি স্পেশাল লোকাল ট্রেন চলবে। শনিবার (৯ মার্চ) দুটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। যাত্রাপথের প্রতিটি স্টেশনেই চারটি স্পেশাল ট্রেন দাঁড়াবে। হাওড়া এবং তারকেশ্বর থেকে কখন ওই স্পেশাল ট্রেনগুলি ছাড়বে এক নজরে:
আরও পড়ুন-প্রতিবন্ধকতা কাটিয়ে ২২ বছরের শিবানী নমো ভারত ট্রেনের পাইলট
হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেন: দুপুর ২ টো ৪৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দুপুর ৩ টে ২২ মিনিটে শেওড়াফুলি জংশনে পৌঁছাবে। বিকেল ৪ টে ১৪ মিনিটে তারকেশ্বর পৌঁছাবে। তারকেশ্বর-হাওড়া লোকাল ট্রেন: বিকেল ৪ টে ৪০ মিনিটে তারকেশ্বর স্টেশন থেকে ছেড়ে বিকেল ৫ টা ২৮ মিনিটে শেওড়াফুলি স্টেশনে পৌঁছবে। বিকেল ৫ টা ৩০ মিনিটে শেওড়াফুলি স্টেশন ছেড়ে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে হাওড়ায় যাবে। এরপরেই আসছে দোল উৎসব। সেই সময়েও স্পেশাল ট্রেন চালানো হবে। পূর্ব রেলের তরফে খবর হাওড়া-রক্সৌল হোলি স্পেশাল ট্রেন এবং হাওড়া-বেনারস হোলি স্পেশাল ট্রেন চালানোর ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-করবেটে টাইগার সাফারি নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ব্যান্ডেল, বর্ধমান জংশন, খনা জংশন, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডির মতো স্টেশনে এই ট্রেনগুলি দাঁড়াবে। ০৩০৪৩ হাওড়া-রক্সৌল হোলি স্পেশাল ট্রেন আগামী ২৩ মার্চ (শনিবার) রাত ১১ টায় হাওড়া থেকে ছেড়ে পরেরদিন দুপুর ২ টো ১৫ মিনিটে রক্সৌলে পৌঁছাবে। ০৩০৪৪ রক্সৌল-হাওড়া হোলি স্পেশাল ট্রেন: আগামী ২৪ মার্চ (রবিবার) বিকেল ৪ টে ৫৫ মিনিটে রক্সৌল থেকে ছেড়ে পরেরদিন সকালে ৮ টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। হাওড়া-বেনারস হোলি স্পেশাল ট্রেন ২৩ মার্চ সকাল ৮ টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে সেদিন রাত ৯ টা ৪৫ মিনিটে বেনারস স্টেশনে পৌঁছে যাবে। বেনারস-হাওড়া হোলি স্পেশাল ট্রেন সেদিনই রাত ১১ টা ৫ মিনিটে বেনারস স্টেশন থেকে ছেড়ে পরদিন দুপুর ১২ টা ২০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।