বেআইনি নির্মাণ রুখতে শহরে বিশেষ নজরদারি দল

এই ধরনের সম্পত্তির সংখ্যা ৭৭২। এগুলি সামাজিক কাজে ব্যবহৃত হচ্ছে না কি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে তা খতিয়ে দেখবে পুর কর্তৃপক্ষ

Must read

প্রতিবেদন : কলকাতায় বেআইনি বাড়ি নির্মাণ বন্ধ করতে কড়া পদক্ষেপ করছে কলকাতা পুরসভা। শহরে ঘুরে বেড়াবে পুরসভার বিশেষ নজরদারি দল। নেতৃত্বে থাকবেন বিল্ডিং বিভাগের পদস্থ আধিকারিকরা। তাঁরা রিপোর্ট দেবেন সরাসরি মেয়র ফিরহাদ হাকিমকে। এরজন্য কর্মী সংখ্যাও বাড়ানো হচ্ছে বিল্ডিং বিভাগে। জানিয়েছেন মেয়র। নয়ডার ট্যুইন টাওয়ারের পুনরাবৃত্তি যাতে কলকাতায় না হয় তারজন্য সুউচ্চ অট্টালিকার দিকেও বিশেষ নজর দেওয়া হবে।

আরও পড়ুন-রোগী চিহ্নিত করবেন আশা কর্মীরা

কোনও এলাকায় বা কোনও ওয়ার্ডে বিশাল আকারে বহুতল বাড়ি নির্মিত হলে তার বৈধ অনুমতি রয়েছে কি না তা বিশেষভাবে খতিয়ে দেখবেন ভিজিল্যান্স টিমের সদস্যরা। বেআইনি নির্মাণ বন্ধ করার ক্ষমতাও থাকবে তাদেরই হাতে। এদিকে শহরের পুরসভার যেসব সম্পত্তি লিজ দেওয়া হয়েছে সেগুলির নতুন করে মূল্যায়ন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই ধরনের সম্পত্তির সংখ্যা ৭৭২। এগুলি সামাজিক কাজে ব্যবহৃত হচ্ছে না কি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে তা খতিয়ে দেখবে পুর কর্তৃপক্ষ।

Latest article