প্রতিবেদন : স্পাইসজেটের ৯০ জন পাইলটের বিরুদ্ধে ৭৩৭ ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল ডিজিসিএ। যথাযথ প্রশিক্ষণ না থাকার কারণে পাইলটদের উপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে ওই পাইলটরা অন্য বিমান চালাতে পারবেন। বর্তমানে স্পাইসজেটের মোট পাইলটের সংখ্যা ৬৫০।
আরও পড়ুন-বন্দিমুক্তির বিনিময়ে
দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর প্রধান অরুণ কুমার জানিয়েছেন, সাময়িকভাবে স্পাইসজেটের ৯০ জন পাইলটের বিরুদ্ধে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কারণ ৭৩৭ ম্যাক্স বিমান চালাতে গেলে যে ধরনের প্রশিক্ষণ নেওয়া দরকার ওই পাইলটদের তা নেই। ওই পাইলটদের এ বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অবশ্য তাঁরা আবার বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালাতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন ওই পাইলটরা যথারীতি অন্য বিমানও চালাতে পারবেন। সম্প্রতি ম্যাক্স ৭৩৭ বিমানটি একাধিকবার দুর্ঘটনার মুখে পড়ে। ঘটনার জেরে মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা ওই মডেলের বিমানে বেশ কিছু পরিবর্তন করে। ওই পরিবর্তনের পরে ভারত সরকার বোয়িং ৭৩৭ ম্যাক্স চালানোর অনুমতি দেয়। ২০২১ সালের অগাস্ট থেকে ভারতে ফের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান উড়তে শুরু করেছে।