সংবাদদাতা, শিলিগুড়ি : ক্ষতিগ্রস্ত বালাসন সেতু পর্যবেক্ষণে কলকাতা থেকে শিলিগুড়ি আসছে বিশেষ দল। তাঁরা সেতুর অবস্থা দেখে নবান্নে রিপোর্ট দেবেন। বুধবার ন্যাশনাল হাইওয়ে ডিভিশন কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শিশিরকুমার দেব বালাসন সেতু সরেজমিনে দেখে আসেন। তিনি জানান, ‘‘বেশি বৃষ্টি হওয়ার কারণে নদীর জল বেড়ে গিয়েছে। এই কারণেই বসে গিয়েছে সেতুর ডেক।
আরও পড়ুন-ধসে বন্ধ জাতীয় সড়ক
এই মুহূর্তে সেতু ওপর যান চলাচল সম্ভব নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্ত রিপোর্ট পাঠানো হয়েছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখতে সিদ্ধান্ত নেবেন।’’ সেতুর দুই পাশের ২০০ মিটারের মধ্যে ইতিমধ্যেই সরকারিভাবে বালি, পাথর তোলায় নিষেধাজ্ঞা রয়েছে। প্রচুর পরিমাণে বালি, পাথর তোলার কারণে সেতু দুর্বল হয়ে পড়ে এবং ডেক বসে যায় বলে ইঞ্জিনিয়ারদের মত। বালাসন সেতু বন্ধ হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়েছেন যাত্রীরা। বাগডোগরা বিমানবন্দরে যাত্রী ও নিউ জলপাইগুড়ি স্টেশনের যাত্রীদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। ফলে সৃষ্টি হয়েছে যানজটের। তবে নিজে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা।