প্রতিবেদন: চোট পাওয়া খেলোয়াড়দের আর ভুগতে হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এসএসকেএম হাসপাতালে তৈরি হয়েছে স্পোর্টস মেডিসিন বিভাগ। এখানেই শুরু হয়েছে স্পোর্টস মেডিসিনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা। অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে এই চিকিৎসায়। ভারতে এই প্রথম স্পোর্টস মেডিসিন চিকিৎসা চালু হয়েছে। নিখরচায় খেলোয়াড়রা এই চিকিৎসা করাতে পারবেন।
আরও পড়ুন-শুরু হল জঙ্গলমহল উৎসব
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বুধবার হাসপাতালের স্পোর্টস মেডিসিন ভবন এবং সেখানকার পরিকাঠামো পরিদর্শন করেন। একটি ভিডিওর মাধ্যমে এই বিভাগের পরিকাঠামো ও প্রযুক্তিগত খুঁটিনাটি তুলে ধরেন এসএসকেএম-এর অধিকর্তা মণিময় ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘হাসপাতালে এক ছাদের তলায় স্পোর্টস কার্ডিওলজি, স্পোর্টস ফিজিওলজি, স্পোর্টস ইনজুরির চিকিৎসা পরিকাঠামো থাকছে। আগাম বুকিংয়ের মাধ্যমে ক্রীড়াবিদরা চিকিৎসার সুবিধা পাবেন।’’ আইএফএ, সিএবি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, ময়দানের তিন প্রধান-সহ অন্তত ৪০টি ক্রীড়াসংস্থার খেলোয়াড়রা চিকিৎসা পরিষেবা পাবেন। ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। আমাদের খেলোয়াড়রা বিনা খরচায় এখানে চিকিৎসা করাতে পারবেন। খেলোয়াড়রা যাতে দ্রুত চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন তার জন্যই স্পোর্টস মেডিসিন চিকিৎসা চালু করেছি। খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষার পরিকাঠামোও থাকছে এখানে।’’