প্রতিবেদন : ভাই গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালাতে পারলেও দাদা মাহিন্দা রাজাপক্ষের (Ex PM Mahinda Rajapaksa) দেশছাড়ার পরিকল্পনা ফের একবার ধাক্কা খেল। বুধবার শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট (Supreme Court of Sri Lanka) দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশত্যাগের উপরে নিষেধাজ্ঞার মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। মাহিন্দার পাশাপাশি তাঁর ছোট ভাই তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষের বিদেশ সফরের উপরেও নিষেধাজ্ঞার মেয়াদ এদিন বাড়িয়েছে দ্বীপরাষ্ট্রের শীর্ষ আদালত।
আরও পড়ুন: পরিবেশ বদলেই বাড়ছে সংক্রামক রোগ
গত কয়েক মাস ধরেই প্রবল আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। দেশের চলতি পরিস্থিতির জন্য রাজাপক্ষে পরিবারকেই দায়ী করেছেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। মে মাসে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন মাহিন্দা রাজাপক্ষে (Ex PM Mahinda Rajapaksa)। এমনকী, তাঁর বাড়িতেও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। প্রবল জনআন্দোলনের চাপে ১৪ জুলাই রাতের অন্ধকারে কলম্বো ছেড়ে পালিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়েছিলেন বাসিল রাজাপক্ষে। মাহিন্দা ও বাসিল রাজাপক্ষে যাতে দেশ ছেড়ে পালাতে না পারে তার জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। ওই জনস্বার্থ মামলাতে প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দেশত্যাগের উপরে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল শীর্ষ আদালত।
অন্যদিকে, দেশ ছেড়ে পালানো গোতাবায়া থাইল্যান্ডে রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা চালাচ্ছেন বলে খবর। যদিও শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্টকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন: মহড়ার আড়ালে কি যুদ্ধের প্রস্তুতি?