বিজেপি যুব কর্মীদের তাণ্ডব

Must read

প্রতিবেদন : মধ্যপ্রদেশের উজ্জয়নীতে বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে বুধবার সকালে তাণ্ডব চালাল বিজেপির যুব মোর্চার কর্মীরা (BJYM MP)। গেরুয়া দলের কর্মীদের এই তাণ্ডবের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিন ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন। এ সময় তাঁর সমর্থকদের সঙ্গে মন্দিরের কর্মী ও নিরাপত্তা কর্মীদের তুমুল ধস্তাধস্তি হয়। মন্দির চত্বরেই যুব মোর্চার (BJYM MP) কর্মীদের নিজেদের মধ্যেও হাতাহাতি হয়। তেজস্বী তখন মহাকালেশ্বর দর্শন করতে এসেছিলেন। সেই সময় মন্দিরে যথেষ্ট ভিড় ছিল। অন্য বহু সাধারণ পুণ্যার্থী ছিলেন। সে কারণে নিরাপত্তা কর্মীরা তেজস্বীর সঙ্গে আসা বিপুলসংখ্যক যুব মোর্চা কর্মীদের মন্দিরে প্রবেশ করতে নিষেধ করেন। যদিও তেজস্বীর সঙ্গে সঙ্গে কিছু লোক বিনা অনুমতিতে গর্ভগৃহের দিকে চলে যায়। ভিড়ের কারণে তেজস্বীর বেশ কিছু সমর্থককে নন্দী হল পর্যন্ত যেতে বাধা দেয় রক্ষীবাহিনী। এর পরই মন্দিরের কর্মী ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে তেজস্বীর সমর্থকদের হাতাহাতি শুরু হয়। তেজস্বীর সঙ্গীরা ব্যারিকেডগুলি সরিয়ে জোর করে ভিতরে প্রবেশ করতে থাকে। এ সময় তারা নিরাপত্তা কর্মীদের মারধর করে বলেও অভিযোগ উঠেছে। বিজেপি কর্মীদের এই আচরণে মহাকাল মন্দিরে চরম বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। ঘটনার সময় যুব মোর্চার রাজ্য সভাপতি এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকলেও তাঁরা ছিলেন নিষ্ক্রিয় ও নীরব দর্শক।

আরও পড়ুন: পতাকা না কিনলে রেশন নয়! কেন্দ্রের ফতোয়ার নিন্দায় বিজেপি সাংসদ

Latest article