কাঁদছে পরকান্দি, পাশে তৃণমূল

Must read

দেবর্ষি মজুমদার, পরকান্দি: গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বাড়ি বাড়ি অরন্ধন। কাঁদছে গোটা গ্রাম। এ দৃশ্য ভাবতেও পারেনি পরকান্দি (Parkandi)। এমত অবস্থায় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের নির্দেশে জেলা প্রশাসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে গোটা গ্রামের মানুষের পাশে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ট্যুুইট করে মৃতদের পরিবারকে সমবেদনা জানান। সেই সঙ্গে ওই পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সহায়তার কথা ঘোষণাও করেন। এছাড়া শেষকৃত্যের জন্য সমব্যাথী প্রকল্প থেকে প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। গ্রামের বাসিন্দা তথা জেলা পরিষদের সদস‍্য রূপালি টুডুর স্বামী রঞ্জিত টুডু, রামপুরহাট এক ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি শেষ কৃত‍্য থেকে মৃতের পরিবার আত্মীয়স্বজন সহ গোটা গ্রামের আদিবাসী মানুষের খাওয়ার ব‍্যবস্থার তদারকি করেন। জিম্মি জানান, দূর্ঘটনার রাত থেকেই মৃতের পরিবারের যতজন হাসপাতালে এসেছিলেন তাঁদের সবার থাকা ও খাওয়ার জন‍্য একটি লজের ব‍্যবস্থা করা হয়। কারণ ময়না তদন্তের জন‍্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হত। বুধবার সকালে ময়নাতদন্তের পর নয়টি মৃতদেহ গ্রামে আনা হয়। মহকুমা শাসক সাদ্দাম নাভাস, মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র এবং বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ‍্যোপাধ‍্যায় গ্রামে এসে মৃতের পরিবারের পাশে দাঁড়ান। বিকেলের দিকে আসেন জেলাশাসক বিধান রায়-সহ অন‍্যান‍্য আধিকারিক। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় আগেই মৃতের পরিবারকে দুই লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন। জেলাশাসক সেই চেক তুলে দিতেই আসেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: পতাকা না কিনলে রেশন নয়! কেন্দ্রের ফতোয়ার নিন্দায় বিজেপি সাংসদ

Latest article