ঈশান-ঝড়ে লঙ্কা জয়, ভারত ১৯৯/২ (২০ ওভার) শ্রীলঙ্কা ১৩৭/৬ (২০ ওভার)

রনতুঙ্গা, জয়বর্ধনে, সাঙ্গাকারা, মালিঙ্গা, জয়সূর্যর মতো ক্রিকেটাররা ভারতে খেলে গিয়েছেন অতীতে। কিন্তু এ কোন শ্রীলঙ্কা?

Must read

লখনউ, ২৪ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া থেকে দীর্ঘ বিমানযাত্রা শেষে লখনউ। একানা স্টেডিয়ামে মোটে একদিন প্র্যাকটিস করে প্রথম ম্যাচে নামতে পেরেছিলেন দাসুন শনাকারা। এরসঙ্গে চোট-আঘাতও সমস্যায় ফেলেছে তাঁদের। তবু শ্রীলঙ্কার বিশাল হারে এগুলো কোনও অজুহাত হতে পারে না। অতি সাধারণ ক্রিকেট খেলে প্রথম ম্যাচে ৬২ রানে হেরে ০-১ পিছিয়ে পড়লেন সিংহলিরা।

আরও পড়ুন-ধৃত জেডিইউ নেতা

রনতুঙ্গা, জয়বর্ধনে, সাঙ্গাকারা, মালিঙ্গা, জয়সূর্যর মতো ক্রিকেটাররা ভারতে খেলে গিয়েছেন অতীতে। কিন্তু এ কোন শ্রীলঙ্কা? ঈশান কিসান, শ্রেয়স আইয়ার যখন ২২ গজে ঝড় তুলছেন, শনাকার বোলারদের বিপন্ন অবস্থা। শ্রীলঙ্কা অধিনায়ক ছয় বোলার ব্যবহার করেও ঈশানদের থামাতে পারেননি। পরে আবার আধ ডজন ব্যাটসম্যানকে হারাতে হল ৯৭ রানের মধ্যে। ভুবনেশ্বরের প্রথম বলেই ফিরতে হয় ওপেনার পথুম নিশঙ্ককে। একমাত্র চারিথ আসালাঙ্কা ৪৭ বলে ৫৩ নট আউট থেকে গেলেন। নাহলে ২০০ রান তাড়া করতে গিয়ে ১৩৫ রানও করতে পারত না শ্রীলঙ্কা। ভুবনেশ্বর ও ভেঙ্কটেশ আইয়ার এদিন দুটি করে উইকেট নিয়েছেন। অনেকদিন বাদে মাঠে ফিরে জাদেজা নেন একটি উইকেট। একটি উইকেট চাহালের। ৬৭ উইকেট নিয়ে টি-২০ ক্রিকেটে তিনি এখন ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষে।

আরও পড়ুন-অভিষেকের ব্যাটে লড়াইয়ে বাংলা

কলকাতায় শেষ ম্যাচে ভারতের যে দল খেলেছে, তাতে ছ’টি পরিবর্তন করে এদিন মাঠে নামলেন রোহিতরা। জাদেজা, বুমরা যে এই ম্যাচে ফিরছেন, সেটা জানাই ছিল। এলেন সঞ্জু স্যামসন, দীপক হুদাও। শেষের জনের অভিষেক হল বুধবার।
একানা ক্রিকেট স্টেডিয়াম দেশের অন্যতম বৃহৎ স্টেডিয়াম। যেখানে বাউন্ডারি কোথাও ৮০-৯০ মিটার। কিন্তু বড় মাঠে সাদামাটা বোলিং নিয়ে শ্রীলঙ্কা অধিনায়ক শনাকার কোনও পরিকল্পনাই এদিন খাটেনি। টসে জিতে তিনি ভারতকে আগে ব্যাট করতে দিয়েছিলেন পরে রান তাড়া করবেন বলে। কিন্তু রোহিত আর ঈশান মিলে এমন শুরু করলেন যে, শনাকার আগে বল করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে গেল! ভারত বড় স্কোর দাঁড় করিয়ে দিল। ২০ ওভারে ১৯৯/২। ১০ ওভারে ৯৮/০ করে ফেলার পর এটা স্পষ্ট হয়ে যায় যে ভারত বড় রান করছে। রোহিত প্রথমে গুটিয়ে থাকলেও ঈশান কিসান শুরু থেকে ঝড় তুলতে থাকেন। রোহিত যখন ২২ বলে ৪৪ রান করে ফিরে গেলেন, ভারত ১২.৫ ওভারে ১১১/১। ততক্ষণে ৩১ বলে হাফ সেঞ্চুরি হয়ে গিয়েছে ঈশানের। শেষমেশ ৫৬ বলে ৮৯ রান করে গেলেন তিনি।

আরও পড়ুন-হিটলার-পুতিন

শ্রীলঙ্কা চোটের জন্য প্রথম ম্যাচে দলের তারকা প্লেয়ার হাসরাঙ্গার সার্ভিস পায়নি। এটা বেশ ধাক্কা দিয়েছে সিংহলিদের। নাহলে চামিরা, কুমারা, করুণারত্নেদের ঈশানের সামনে অসহায় লাগল। দশটি চার ও তিনটি ছক্কা মেরেছেন ঝাড়খণ্ডের ঈশান। তবে রোহিত-ঈশান ছাড়া পরে আরও একজন নজর কাড়লেন ভারতীয় ইনিংসে। শ্রেয়স আইয়ার। ২৫ বলে হাফ সেঞ্চুরি। শেষপর্যন্ত ২৮ বলে ৫৭ নট আউট। পাঁচটি চার। দুটি ছক্কা। তিন মাস পরে মাঠে ফিরে জাদেজা নট থাকলেন ৩ রানে।

Latest article