স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য সৃষ্টিশ্রী

তিনটি সংঘের একজন করে এই আউটলেটে থাকছেন, আর বাকি ১৩ জন করে মোট ৩৯ জন সৃষ্টিশ্রী আউটলেটের বোর্ডের সদস্য হিসেবে থাকছেন।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : এবার সৃষ্টিশ্রী রায়গঞ্জের কর্ণজোড়ায়। বৃহস্পতিবার হাওড়ায় সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে এই আউডলেটের ভচুর্য়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানি, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দকুমার মীনা, পুলিশ সুপার সানা আক্তার, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ প্রশাসক অরিন্দম সরকার-সহ জনপ্রতিনিধিরা আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৃষ্টিশ্রীর।

আরও পড়ুন-স্কুল উন্নয়নের টাকা তছরুপ করে ধৃত প্রাক্তন সম্পাদক

এদিন জেলাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই স্বনির্ভর দলের মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর পথ খুঁজে দিয়েছেন। রাজ্য জুড়ে চলা বিভিন্ন হস্তশিল্প মেলার পাশাপাশি এবার থেকে নিজস্ব আউটলেটেই বিক্রি হবে জেলার নিজস্ব হস্তশিল্প সামগ্রী। চাল, কার্পেট বাঁশের তৈরি জিনিসপত্র সবই মিলবে এখানে। স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যা জানান , “মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে আমরা খুব খুশি, স্বনির্ভর দলের মহিলারা এখন নিজস্ব পণ্য বিক্রয়ের একটি সাজানো বাজার পাচ্ছেন। তিনটি সংঘের একজন করে এই আউটলেটে থাকছেন, আর বাকি ১৩ জন করে মোট ৩৯ জন সৃষ্টিশ্রী আউটলেটের বোর্ডের সদস্য হিসেবে থাকছেন।

Latest article