দুলাল সিংহ, বালুরঘাট: আইসিডিএস পরিষেবায় জোর দিতে নয়া গঙ্গারামপুর মহকুমার নয়া উদ্যোগ। সর্বোচ্চ পরিদর্শনকারী সুপারভাইজারদের দেওয়া হবে স্টার ব্যাচ। বর্তমানে গঙ্গারামপুর মহকুমায় আইসিডিএস সুপারভাইজার কর্মীর সংখ্যা ৩০। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজকর্ম সঠিকভাবে হচ্ছে কি না, এলাকার প্রসূতি মায়েরা সঠিক পরিষেবা পাচ্ছেন কি না, অপুষ্টিতে ভোগা কোনও শিশু রয়েছে কি না তা জানতে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বাড়ি বাড়ি সমীক্ষা করেন।
আরও পড়ুন-ড্রোনে মশা নিধন অভিযান
সুপারভাইজারদের কাজের উদ্যম বাড়াতে ও আইসিডিএস পরিষেবা একশো শতাংশ নিশ্চিত করতে প্রতি মাসে সর্বোচ্চ পরিদর্শনকারী সুপারভাইজারকে স্টার ব্যাচ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন মহকুমা শাসক। এই উদ্যোগে খুশি সুপারভাইজাররাও। জানা গেছে অগাস্ট মাসের সর্বোচ্চ পরিদর্শনকারী সুপারভাইজার স্বপ্না বিশ্বাসকে গঙ্গারামপুর মহকুমা শাসক স্টার ব্যাচ প্রদান করেন। সম্মান পেয়ে সুপারভাইজার স্বপ্না বিশ্বাস বলেন, আমরা খুব আনন্দিত, বাচ্চাদের ভবিষ্যৎ মায়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই আমরা কাজে নেমেছি। সিডিপিও মেঘনাথ মিস্ত্রি বলেন, এধরনের উদ্যোগ নেওয়ায় আমরা খুব খুশি। এই ধরনের উদ্যোগের দরুন সুপারভাইজারদের মধ্যে উদ্যম বাড়বে। আইসিডিএস পরিষেবা আরও ভাল হবে।