খুলছে তিন চা-বাগান

সেখানে বাগান শ্রমিকদের বকেয়া হিসেবনিকেশ সহ পরবর্তী যাবতীয় পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ডাকা হয়েছে। তাঁরা সম্মতি জানিয়েছেন।

Must read

শিলিগুড়ি : বিজেপির উসকানিতে বন্ধ হওয়া চা-বাগান অবশেষে খুলছে রাজ্যের হস্তক্ষেপে। দার্জিলিং জেলার তিনটি বন্ধ চা-বাগান খুলতে চলেছে আগামী বুধবারের মধ্যেই। জেলাশাসক এস পুন্নম বল্লাম বাগান মালিকপক্ষ টি-প্ল্যানটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেই এ বিষয়ে জানান তিনি। তিন মাস ধরে দার্জিলিং পাহাড়ে তিনটি বাগান বন্ধ ছিল।

আরও পড়ুন-আইসিডিএস সর্বোচ্চ পরিদর্শককে স্টার ব্যাচ

স্থানীয় বিজেপির সাংসদ এই বাগান খোলার কোনওরকম উদ্যোগ নেননি। বিষয়টি রাজ্য সরকারের নজরে আসতে জেলা প্রশাসন তড়িঘড়ি টি-প্ল্যানটার্স অ্যাসোসিয়েশন এবং মালিকপক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। জেলাশাসক এস পুন্নম বল্লাম জানান, আগামী সপ্তাহে মালিকপক্ষ জেলা প্রশাসন এবং টি-প্ল্যানটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক হবে। সেখানে বাগান শ্রমিকদের বকেয়া হিসেবনিকেশ সহ পরবর্তী যাবতীয় পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ডাকা হয়েছে। তাঁরা সম্মতি জানিয়েছেন।

Latest article