বাড়ি বাড়ি শুরু হল বুস্টার ডোজ

Must read

সংবাদদাতা, হাওড়া : এবার হাওড়ায় বাড়ি বাড়ি গিয়ে করোনার দ্বিতীয় ও বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া শুরু হল। বালি এবং হাওড়া পুর এলাকাতে। এতদিন বিভিন্ন এলাকায় দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি চালু ছিল। এবার একেবারে তালিকা হাতে নিয়ে বাড়িতে গিয়ে যাঁদের দ্বিতীয় বা বুস্টার ডোজ বকেয়া রয়েছে তাঁদের সেই টিকা দেওয়া হচ্ছে। রাজ্যে করোনার গ্রাফ খুব না বাড়লেও এই ব্যাপারে কোনওরকম ফাঁক রাখতে নারাজ হাওড়া ও বালির পুর কর্তারা। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত বকেয়া দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ (Booster Dose) দিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই সংক্রান্ত নির্দেশিকা নবান্ন থেকে হাওড়ার জেলাশাসকের দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার সেই নির্দেশে কার্যকর করতে শুরু করে দিল হাওড়া কর্পোরেশন ও বালি পুরসভা। কয়েকদিনের মধ্যেই জেলার সমস্ত পঞ্চায়েতেও এই কর্মসূচি শুরু হয়ে যাবে। হাওড়া ও বালি পুর এলাকায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করছেন। বকেয়া টিকাপ্রাপকদের নামের তালিকা ধরে ধরে তাঁদের বাড়িতে গিয়েই বকেয়া ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই ব্যাপারে এলাকার প্রাক্তন কাউন্সিলরাও বিশেষ উদ্যোগী হয়েছেন। নিজেদের এলাকায় যাঁরা দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ নেননি স্বাস্থ্যকর্মীদের নিয়ে গিয়ে তাঁদের বাড়িতেই সেই বকেয়া টিকা দেওয়াচ্ছেন এলাকার প্রাক্তন কাউন্সিলররা। হাওড়া ও বালি এলাকায় বেশ কিছু মানুষের দ্বিতীয় ডোজ বকেয়া হয়ে গেলেও তাঁরা এতদিন সেই টিকা নেননি। প্রবীণ মানুষদের বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রেও যাতে কোনও সমস্যায় পড়তে না হয় সেইজন্যই এবার বাড়িতে গিয়ে বকেয়া টিকা দেওয়ার উদ্যোগ শুরু হল। ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি জানান, ‘‘দুয়ারে ভ্যাকসিন কর্মসূচির পাশাপাশি বাড়িতে গিয়ে যাঁরা এখনও দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ নেননি তাঁদের সেই টিকা দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: পাভলভে আরও দুর্নীতি, সাতদিনের মধ্যে রিপোর্ট চাইল স্বাস্থ্যভবন

Latest article