শহিদ তর্পণ করেই শহিদ সমাবেশে যাবেন কর্মীরা

Must read

সংবাদদাতা, হাওড়া : ২১ জুলাইয়ের (TMC Martyr Day) সমাবেশের প্রস্তুতি সভা হল উদয়নারায়ণপুরে। রবিবার উদয়নারায়ণপুর তৃণমূল কংগ্রেসের আয়োজিত ওই প্রস্তুতি সভায় বক্তব্য পেশ করেন দলের হাওড়া জেলার(গ্রামীণ) চেয়ারম্যান ও বিধায়ক সমীর পাঁজা। এছাড়াও উদয়নারায়ণপুর ব্লক ও ১৬টি পঞ্চায়েতের নেতৃত্বও উপস্থিত ছিলেন। এরই সঙ্গে তৃণমূলের ছাত্র-যুব, মহিলা সহ সমস্ত শাখা সংগঠনের প্রতিনিধিরাও ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। তৃণমূলের হাওড়া জেলার(গ্রামীণ) চেয়ারম্যান ও বিধায়ক সমীর পাঁজা জানান, ‘‘উদয়নারায়ণপুর দিয়ে হাওড়া জেলার গ্রামীণ এলাকায় ২১ জুলাইয়ের (TMC Martyr Day) সমাবেশের প্রস্তুতি সভা শুরু হল। প্রতিটি বিধানসভা কেন্দ্রেই প্রস্তুতি সভা হবে। জোরদার প্রচার চলবে। পাড়ায় পাড়ায় দেওয়াল লিখন হবে।’’ এই প্রস্তুতি সভায় তিনি আরও বলেন, ‘‘২১ জুলাই ধর্মতলা রওনা হওয়ার আগে উদয়নারায়ণপুরের ৩৩০টি বুথেই শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। উদয়নারায়ণপুর এলাকার ১৬টি অঞ্চল থেকে ৭০০ জন করে দলীয় কর্মী-সমর্থক ২১শে জুলাই ধর্মতলার শহিদ সমাবেশে যাবেন।’’ এর জন্য এখন থেকে জোরদার প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দেন সমীর পাঁজা।

আরও পড়ুন: পাভলভে আরও দুর্নীতি, সাতদিনের মধ্যে রিপোর্ট চাইল স্বাস্থ্যভবন

Latest article