সন্দেশখালিতে (Sandeshkhali) বিরোধীরা বারবার অশান্তির সৃষ্টি করার চেষ্টা করে চলেছে। তার মধ্যেও রাজ্য সরকারের তরফে বারবার সন্দেশখালিতে বিভিন্ন প্রতিনিধিদল গোটা বিষয়টির উপর নজর রাখছে। শনিবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা পৌঁছলেন সেখানে। কমিশনের তুলিকা দাস এবং অ্যাডভাইজারি সুদেষ্ণা রায় জানাচ্ছেন একটি শিশুকে মায়ের কোল থেকে টেনে নিয়ে ছুড়ে ফেলার ঘটনা সংবাদমাধ্যমে জানার পরই, এখানে আসার সিদ্ধান্ত। গত ১০ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে বলে অভিযোগ।
আরও পড়ুন: বেসরকারি হাসপাতালে ঋণের কারবার কড়া ব্যবস্থা স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের
গত সোমবার সন্দেশখালিতে (Sandeshkhali) গিয়েছিলেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। সেখানে মহিলাদের ওপর নির্যাতনের যে অভিযোগ উঠেছিল তা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের তরফে একটি বিশেষ তদন্তকারী তিন গঠন করা হয় যার নেতৃত্বে ছিলেন ডিআইজি সিআইডি সোমা দাস। তবে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা কোনও অভিযোগ পেয়ে সেখানে যাননি এমনটাই স্পষ্ট করেছেন সুদেষ্ণা রায়। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে মিডিয়াতে খবর সম্প্রচারিত হওয়ার পর নিজে থেকেই তাঁরা সন্দেশখালিতে এসেছেন। পাশাপাশি যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে তাই এলাকার যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তাঁদের কোনও অসুবিধা হচ্ছে কিনা সেই দিকটাও খোঁজ নিয়ে দেখবেন তাঁরা।