প্রতিবেদন : শহরের সৌন্দার্যায়নে এবার বিশেষ ব্যবস্থা। রাস্তায় থাকবে না কোনও ইলেকট্রিক পোল। ঝুলতে দেখা যাবে না বিদ্যুতের তার। গোটা এলাকার বিদ্যুতের তার যাবে মাটির নিচ দিয়ে। একেবারে ভোল বদলে যাবে শিলিগুড়ির। এই প্রকল্পের প্রথম পর্যয়ের জন্য ব্যয় করা হবে ২০০ কোটি টাকা। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব।
আরও পড়ুন-বাংলা ও বাঙালির পক্ষে বাংলাপক্ষের জোর সওয়াল
তিনি জানিয়েছেন, দুর্গাপুজোর পর থেকেই শিলিগুড়ি শহরের উন্নয়নকে আরও ধাপ এগিয়ে নিয়ে গিয়ে মাটির নিচ দিয়ে বিদ্যুতীকরণের কাজ শুরু হবে। প্রায় ২০০ কোটি ব্যয়ে প্রথম পর্যায়ে এই কাজ হাতে নেওয়া হয়েছে। প্রথম ধাপে চিহ্নিত এলাকাগুলি হল, এয়ারভিউ মোড় থেকে হিলকার্ট রোড হয়ে ভেনাস মোড়; ভেনাস মোড় থেকে কোর্ট মোড় হয়ে বাঘাযতীন পার্ক, কলেজ পাড়া সংলগ্ন চিলড্রেন পার্ক এলাকা, ভেনাস মোড় থেকে বিধান রোড হয়ে পানিট্যাংকি মোড়, সহযোগে বিধান মার্কেট এবং শেঠ শ্রীলাল মার্কেট এবং সেবক মোড় থেকে চেকপোস্ট। গুরুত্বপূর্ণ এই বৈঠকে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলাশাসক, পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া। ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বিদ্যুৎ বিভাগের মেয়র পারিষদ-সহ অন্যরা।
আরও পড়ুন-আসছে অর্ডিন্যান্স বিল
মূলত বিভিন্ন সময় শিলিগুড়ি শহরে দেখা দিয়েছে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটিতে অগ্নিসংযোগ হয়ে যাচ্ছে, কোনও সময় বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকা। সেই সমস্ত নানা কারণে মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়। এই নিয়েই এদিন বৈঠক হয় শিলিগুড়িতে। মেয়র বলেন, শিলিগুড়ি শহরের এলাকা বৃদ্ধি হয়েছে। পূর্ব ভারতের গেটওয়ে এই শহর। এখানে বহু মানুষের বসবসাস। তাই শহরের সৌন্দর্যায়ন এবং বিপদন্মুক্ত করতেই এই ভাবনা।