দুলাল সিংহ বালুরঘাট: হেল্প লাইন নম্বরে ফোন করলেই ছুটছে গাড়ি— বিনামূল্যে মিলছে পরিষেবা, পরিষেবা প্রদান করে নজির বিহীন সাফল্যের সরণিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয়। গত ২ মাসে দক্ষিণ দিনাজপুরে ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয়ে পরিষেবার প্রদানের সংখ্যা এক লক্ষ পেরোলো। ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয় চালু হওয়ায় খুশি পশুপ্রেমী সংস্থাগুলি। উল্লেখ পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের প্রাণী স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে দক্ষিণ দিনাজপুর জেলায় ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয়ের পরিষেবা শুরু হয় চলতি বছরের জুন মাসে। প্রত্যহ সকাল ৯টা বৈকাল ৫টা সময়ের মধ্যে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন করলেও ছুটছে চাহিদাস্থলে হাজির ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয়।
আরও পড়ুন-চেন্নাই কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা, আমি তো ‘বলির পাঁঠা’, বললেন ক্ষুব্ধ রহমান
প্রাণী সম্পদ বিকাশ বিভাগ সূত্রে জানা গিয়েছে গত জুন মাসে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় ২০০০০ এবং জুলাই মাসে ৫০০০০ অসুস্থ পশুর চিকিৎসা হয়েছে ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয়ের মাধ্যমে এবং প্রায় ৩৫০০০ পশুর ভ্যাক্সিনেশন করা হয়েছে। ভ্রাম্যমান প্রাণী চিকিৎসালয় পরিষেবা জোর কদমে দক্ষিণ দিনাজপুর জেলায় চালু হওয়ায় অনেকটাই চিন্তামুক্ত জেলার পশুপ্রেমী সংস্থাগুলিও। পশুপ্রেমী সংস্থাগুলি রাজ্য সরকারের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের গোসম্পদ বিকাশ সংস্থার কার্যকরী অফিসার চিকিৎসক প্রশান্ত ভগৎ জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয় পরিষেবা প্রদান করে চলেছে।