চিকিৎসকদের ওপর নজরদারিতে পদক্ষেপ রাজ্যের

ভিন রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এ-রাজ্যের কোনও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রোগী দেখতে পারবেন না চিকিৎসকরা।

Must read

প্রতিবেদন : ভিন রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এ-রাজ্যের কোনও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রোগী দেখতে পারবেন না চিকিৎসকরা।

আরও পড়ুন-এপ্রিলে উদ্বোধনের ঘোষণা মুখ্যমন্ত্রীর, সরেজমিনে প্রশাসনিক কর্তারা

স্বাস্থ্যসাথী স্কিমের আওতায় রোগী দেখতে হলে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে চিকিৎসকদের। বৈধ রেজিস্ট্রেশন নম্বর ছাড়া, কোনও চিকিৎসককে দিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীদের চিকিৎসা করানো যাবে না। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ, অ্যাডভাইজারি না মানলে স্বাস্থ্যসাথী থেকে নাম কাটা পড়বে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারের। পাশাপাশি রাজ্যের সব চিকিৎসককে বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্যসাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-জেলা পরিষদের সভা ভন্ডুলের চেষ্টা বিজেপির

কোন চিকিৎসক, কোন হাসপাতালের সঙ্গে যুক্ত তা জানিয়ে আধার, প্যান, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন নম্বর সহ আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব চিকিৎসককে স্বাস্থ্যসাথী পোর্টালে নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, পয়লা ডিসেম্বর থেকে আর স্বাস্থ্যসাথীতে রোগী দেখতে পারবেন না সংশ্লিষ্ট চিকিৎসকরা। জানা গিয়েছে, সরকারি হাসপাতাল থেকে রোগী নিয়ে গিয়ে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় অপারেশনের প্রবণতা বাড়ছে। এমন অভিযোগ সামনে আসার পরই এই নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। এর ফলে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা, সরকারি হাসপাতালে কতগুলি অস্ত্রোপচার করছেন, প্রাইভেটে স্বাস্থ্যসাথী স্কিমে কতগুলি অপারেশন করছেন, তা জানা যাবে। এর পাশাপাশি, বেসরকারি জায়গায় প্র্যাকটিস না করার শর্তে সরকারের থেকে ভাতা নিয়েও, কোন কোন ডাক্তার স্বাস্থ্যসাথী স্কিমে প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন তা ধরা সম্ভব হবে বলে মনে করছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তারা।

Latest article