এপ্রিলে উদ্বোধনের ঘোষণা মুখ্যমন্ত্রীর, সরেজমিনে প্রশাসনিক কর্তারা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ২০২৪-এর এপ্রিলে পুরীর ধাঁচে তৈরি দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে।

Must read

সংবাদদাতা, দিঘা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ২০২৪-এর এপ্রিলে পুরীর ধাঁচে তৈরি দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। তাঁর এই ঘোষণার পর প্রশাসনিক কর্তারা তোড়জোড় শুরু করে দিয়েছেন। মন্দিরের কাজ পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্যসচিব দেবাশিস সেন। গত বছর এপ্রিলে মন্দির পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-জেলা পরিষদের সভা ভন্ডুলের চেষ্টা বিজেপির

অতিরিক্ত মুখ্যসচিবের মন্দির পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এগজিকিউটিভ অফিসার সৈকত হাজরা-সহ জেলা ও রাজ্যের আধিকারিকেরা। মন্দিরের কতটা কাজ এগিয়েছে, তা ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা। উন্নয়ন পর্ষদের এগজিকিউটিভ অফিসার সৈকত হাজরা বলেন, ‘‘জগন্নাথ মন্দিরের কাজ কতটা হয়েছে, কী পর্যায়ে রয়েছে তা দেখতেই দেবাশিসবাবু এসেছিলেন। এলাকা পরিদর্শনের পাশাপাশি শ্রমিক ও নির্মাণের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি। মন্দিরের নকশা খতিয়ে দেখেন। দ্রুত নির্মাণকাজ সম্পূর্ণ যাতে হয় সে জন্য প্রতি মাসে একবার করে তিনি আসবেন বলে জানিয়ে গিয়েছেন দেবাশিসবাবু।’’

আরও পড়ুন-মাইথনের নৌচালকরা তাকিয়ে শীত মরশুমের দিকে

উদ্বোধনের আগে হাতে অল্প দিন আছে। সেই সময়ের মধ্যে এত বড় প্রকল্প সম্পূর্ণ করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় হুবহু একটি মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২০২২ সালের মে মাসে অক্ষয় তৃতীয়ায় শুরু হয় সেই মন্দিরের নির্মাণকাজ। ১৭ একর জমির উপর তৈরি হচ্ছে মন্দিরটি। এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখন অপেক্ষা মন্দিরের উদ্বোধনের।

Latest article