প্রতিবেদন : রাজ্যের স্কুলগুলিতে এবারে শুরু হয়েছে ড্রপ-আউট সার্ভে। এই সমীক্ষা চালাচ্ছে রাজ্য শিক্ষা দফতর। করোনার দাপটে বহু পড়ুয়ার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আশঙ্কা দেখা দিয়েছিল ড্রপ-আউটের। পরিস্থিতি নিয়ন্ত্রণের আসার পরে এখন প্রকৃত অবস্থা কী, তা জানতেই এই সমীক্ষা। মূল উদ্দেশ্য, স্কুলছুটদের আবার শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা। সার্ভে রিপোর্ট পাঠানো হবে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় ডিআই-রা শুরু করে দিয়েছেন প্রাথমিক কাজ। লক্ষণীয়, রাজ্যের স্কুলগুলিতে সম্প্রতি শুরু হয়ে গিয়েছে সেফটি সার্ভে।
আরও পড়ুন-আনিস মৃত্যু সিট চার্জশিট দিতে প্রস্তুত
নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা-সহ স্কুলগুলির সাম্প্রতিক অবস্থা খতিয়ে দেখতেই এই সমীক্ষার সিদ্ধান্ত। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কোভিড-ত্রাসে অনেক পড়ুয়াই হারিয়েছে তাদের অভিভাবকদের। অনেকের বাবা-মা বেঁচে থাকলেও কঠিন আর্থিক সঙ্কটের মুখোমুখি তাঁরা। কাজ হারিয়েছেন অনেকেই। আশঙ্কা, এর সরাসরি প্রভাব পড়েছে স্কুলের ছাত্রছাত্রীদের উপরে। ফলে তাদের স্কুল-বিমুখ হওয়ার আশঙ্কা প্রবল। তবে যারা বাবা-মাকে হারিয়েছে কিংবা বাবা-মায়ের মধ্যে একজন বেঁচে আছেন তাদের পড়াশোনায় যাতে কোনওভাবেই ছেদ না পড়ে তার জন্য আগাগোড়াই সচেতন রাজ্য। সমীক্ষা রিপোর্ট হাতে এলে প্রয়োজনীয় পদক্ষেপ করবে সরকার। দ্রুততার সঙ্গে এই সমীক্ষার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে