সংবাদদাতা, শিলিগুড়ি : শুধু বন্ধ চা-বাগান খোলা নয়, শ্রমিক পরিবারের সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। প্রত্যন্ত এলাকার বাগান শ্রমিকদের ছেলে মেয়েদের সাবলম্বী করতে দেওয়া হবে কম্পিউটার প্রশিক্ষণ। সোমবার টি অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠকে এমনটাই জানালেন কাউন্সিলের চেয়ারম্যান মন্ত্রী মলয় ঘটক।
আরও পড়ুন-শ্রমিক উন্নয়নে একাধিক কর্মসূচি আইএনটিটিইউসির
তিনি বলেন, প্রথম পর্যায়ে ৩৫৮ জনকে দেওয়া হবে প্রশিক্ষণ। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বড়াইক, কাউন্সিলের ভাইস চেয়ারম্যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকুমার কল্যাণী, আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে একটি অ্যাডভাইজারি কাউন্সিলের দপ্তর থাকার সুবাদে এখন মাঝে-মাঝেই চা-বাগানের যাবতীয় সমস্যা সমাধান করতে উপস্থিত থাকবেন মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, কাউন্সিলের প্রথম বৈঠকে শ্রমিকদের উন্নয়নে বহু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে আরও অনেক পরিকল্পনা রয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।’