বঙ্গ

কাজের স্বচ্ছতা আনতে রাজ্যের দৃঢ় পদক্ষেপ, গ্রামোন্নয়নে এবার সোশ্যাল অডিট

প্রতিবেদন : একশো দিনের কাজ, আবাস যোজনার মতো এবার পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় গ্রামোন্নয়নের কাজের আলাদা ভাবে সোশ্যাল অডিট করা হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের কাজে স্বচ্ছতা আনতে এই সিদ্ধান্ত। এর ফলে গ্রামোন্নয়নের বিভিন্ন কাজে অনিয়মের প্রবণতা কমবে বলে মনে করা হচ্ছে। গ্রামীণ আবাস যোজনার পৃথক সোশ্যাল অডিট শুরু হয় ২০১৯ সালে। তার আগে ১০০ দিনের কাজের সঙ্গেই এই প্রকল্পের সোশ্যাল অডিট হত।

আরও পড়ুন-২০ জন বাংলাদেশি মৎস্যজীবী উদ্ধার

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত ১০০ দিনের কাজ, আবাস ও সড়ক যোজনায় কোনও কেন্দ্রীয় বরাদ্দ মেলেনি। নাম বদল সহ বেশ কিছু অনিয়মের কারণে প্রকল্পগুলির টাকা দেওয়া হচ্ছে না বলে কেন্দ্রের তরফে রাজ্যকে জানানো হয়েছে। তবে পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় ২০২১-২২ অর্থবর্ষের গ্রামোন্নয়নের বরাদ্দ হিসাবে তিন হাজার কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচে স্বচ্ছতা বজায় রাখতেই সোশ্যাল অডিট করানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। স্বচ্ছ ভাবমূর্তি গড়ার ক্ষেত্রে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে রাজ্যের আমলা মহল।

আরও পড়ুন-ভাইফোঁটায় হিট ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও ‘খেলা হবে’ মিষ্টি

প্রসঙ্গত, কেন্দ্রের নির্দেশের পর এই দুই প্রকল্পের আলাদা সোশ্যাল অডিট শুরু করে রাজ্য। সেই নিয়মই এবার প্রযোজ্য হচ্ছে পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে গ্রামোন্নয়নের কাজের ক্ষেত্রেও। নবান্ন সূত্রে খবর, পৃথকভাবে এই সোশ্যাল অডিট করতে সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক কিছু নির্দেশ পাঠিয়েছে রাজ্যকে। তবে নগরোন্নয়ন এবং স্বাস্থ্যক্ষেত্রে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে হওয়া কাজের সোশ্যাল অডিট নিয়ে এখনও কোনও নির্দেশিকা আসেনি বলেই নবান্ন সূত্রে খবর। মূলত দু’টি খাতে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা বরাদ্দ হয়।

আরও পড়ুন-রাজ্য কর্মচারীদের ডিএ দিক কেন্দ্রই, উঠল দাবি

শর্তাধীন এবং নিঃশর্ত তহবিল। শর্তাধীন তহবিলের টাকা শৌচালয় তৈরি এবং পানীয় জল সরবরাহের কাজে ব্যবহার বাধ্যতামূলক। আর, নিঃশর্ত তহবিলের টাকা ব্যবহার করা যেতে পারে বিদ্যুৎ সরবরাহ, সৌরবিদ্যুতের ব্যবহার, রাস্তা তৈরি ইত্যাদি কাজে। দুই ক্ষেত্রের কাজেরই সোশ্যাল অডিট হবে। এক্ষেত্রে মেনে চলা হবে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন। সোশ্যাল অডিটের বিষয়ে জানতে চাওয়া হলে রাজ্যের এক আধিকারিক বলেন, টাকা ছাড়ার ক্ষেত্রে কেন্দ্র যাতে নতুন করে কোনও অজুহাত না দিতে পারে, সেই কারণে অগ্রাধিকার সহকারে এই কাজ করা হচ্ছে।

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

26 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago