সংবাদদাতা, হাওড়া : ডেঙ্গু রুখতে শতাধিক নির্মীয়মাণ বহুতল পরিদর্শন করলেন হাওড়া কর্পোরেশনের আধিকারিকরা। ছিলেন প্রশাসকমণ্ডলীর সদস্যরাও। নির্মীয়মানণ বহুতলে কোনও খোলা জায়গায় জল জমিয়ে রাখা আছে কিনা তা খুঁজে দেখছেন পুর আধিকারিকরা। পাশাপাশি শহরের ফ্ল্যাট ও বাড়িতেও এইরকম পরিদর্শনে যাচ্ছেন পুর আধিকারিকরা। বাড়ির ছাদে বা বারান্দার খোলা টবে জল জমিয়ে রাখা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-আজ বাঁধ পরিদর্শনে দুই মন্ত্রী
ঘরের এসি মেশিনেও জল জমিয়ে রাখা আছে কিনা তাও দেখছেন কর্পোরেশনের অফিসারেরা। এইরকম যাঁদের বাড়িতে জল জমিয়ে রাখতে দেখা যাচ্ছে তাঁদের সতর্ক করা হচ্ছে। এখনও পর্যন্ত এইরকম ২০-২৫টি বাড়িতে খোলা জায়গায় জল জমে থাকতে দেখা গেছে। তাঁদের সবাইকে কড়া সতর্ক করা হয়েছে। এরপরও যদি তাঁদের বাড়িতে এইরকম জল জমে থাকে তাহলে কর্পোরেশনের তরফে জরিমানা করা হবে। শহরবাসীকে বিষয়টি জানানো হয়েছে। এই বিষয়ে মাইকে প্রচারও চলছে। সবরকমভাবে মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করছে হাওড়া কর্পোরেশন। তাতেও খোলা জায়গায় জল জমিয়ে রাখা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই ডেঙ্গু টাস্ক ফোর্স তৈরি করে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে হাওড়া কর্পোরেশন।
আরও পড়ুন-অগ্নিবীর : নেপালের আর্জি
সর্বত্র মশা মারার তেল স্প্রে করা হচ্ছে। প্রতিটি এলাকায় নিকাশি নালা সাফাইয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরির নেতৃত্বে পুর আধিকারিকরা নির্মীয়মাণ বহুতল ও বাড়িগুলিতে তল্লাশি অভিযান চালাচ্ছে। সৈকত চৌধুরি জানান ‘সবরকমভাবে ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। কোনও বাড়িতে বা নির্মীয়মাণ বহুতলে খোলা জায়গায় জল জমিয়ে রাখা হয়েছে কিনা তা আমরা নিয়মিত খতিয়ে দেখছি। এমন ঘটনা দেখলে সতর্ক করা হচ্ছে। এতেও কাজ না হলে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।’