অগ্নিবীর : নেপালের আর্জি

অগ্নিবীর প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এবং ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত, এই প্রকল্পে নেপালিদের নিয়োগ না করার আবেদন জানাল নেপাল প্রশাসন।

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : অগ্নিবীর প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এবং ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত, এই প্রকল্পে নেপালিদের নিয়োগ না করার আবেদন জানাল নেপাল প্রশাসন। নিয়োগ স্থগিত রাখারও আবেদন জানানো হয়েছে নেপালের তরফে। অগ্নিবীর প্রকল্পে গোর্খা রেজিমেন্টে নেপালিদের নিয়োগ অবিলম্বে স্থগিত রাখার আবেদন নিয়ে বুধবার নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গে দেখা করে কথা বলেন নেপালের বিদেশমন্ত্রী নারায়ণ খারকা।

আরও পড়ুন-আসুন! ঘোড়া কিনি ঘোড়া বেচি, ভাঙি-গড়ি সরকার

অগ্নিপথ প্রকল্প নিয়ে ঐকমত্যে না পৌঁছনো পর্যন্ত ভারতকে নেপালি যুবকদের গোর্খা রেজিমেন্টে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়েছে নেপাল সরকার। নেপালের বুটওয়াল এবং ধারান থেকে নেপালি যুবকদের ভারতীয় সেনাহিনীর গোর্খা রেজিমেন্টে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। ১ সেপ্টেম্বর ধারান থেকে নেপালি যুবকদের অগ্নিবীর প্রকল্পে নিয়োগ করা হবে। গত ১৪ জুন অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কাঠমাণ্ডুতে ভারতের দূতাবাসের মাধ্যমে নেপালের বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে সেদেশের যুবকদের ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের অনুমতি এবং সমর্থন চাওয়া হয়। নেপালের বিদেশমন্ত্রী ভারতকে এই নিয়োগ আরও বিলম্বিত করার আবেদন জানান। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই গোর্খাদের ভারতীয় সেনায় নিয়োগ চলছে এবং অগ্নিপথ প্রকল্পেও তাঁদের নিয়োগ এগিয়ে নিয়ে যেতে চায় ভারত।

Latest article