কর্ণাটক (Karnataka) এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় বন্দে ভারতকে (Vande Bharat) লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার এই বিষয়ে দক্ষিণপশ্চিম রেল নিজের বক্তব্য রাখে। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। রবিবার বেঙ্গালুরু ডিভিশনে পাথর ছোড়ার ঘটনায় ট্রেনের দু’টি জানলার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার সকাল ৬টা ১৫ মিনিটে প্রথম পাথর ছোড়ার ঘটনাটি ঘটে। বেঙ্গালুরু থেকে ধারওয়াড়ের দিকে যাচ্ছিল ট্রেনটি। ট্রেনটি চিক্কাবনাভরা স্টেশন পেরোনোর পরেই এই ঘটনা ঘটে। দ্বিতীয় ঘটনা রবিবারই দুপুর ৩টে ২০ মিনিট নাগাদ হয়। সেই ট্রেনটি ধারওয়াড় থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল।
আরও পড়ুন-শিক্ষকদের কাজের সময় বেঁধে দিল পর্ষদ
তৃতীয় ঘটনাটি হয় বিকেল সাড়ে ৪টে নাগাদ। ট্রেনটি মাইসোর থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল। অন্ধ্রপ্রদেশের কুপ্পম স্টেশন পার করার পর এই ঘটনা ঘটে। সেদিনই আবার রাত ৮টা নাগার চতুর্থ পাথর ছোড়ার ঘটনাটি ঘটে। ট্রেন নং ২০৭০৪ যখন অন্ধ্রের অনন্তপুরম জেলার ধর্মভরাম জংশন পার করে, তখন বন্দে ভারতটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। রেলওয়ে আইনের অধীনে তিনটি পৃথক মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এরপর রেল সুরক্ষা বাহিনী বা আরপিএফ থেকেই স্পর্শকাতর এলাকাগুলিতে টহলদারি বাড়িয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে ১৩৯ টোল ফ্রি নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে যাত্রীদের।