প্রতিবেদন : শনিবারই প্রবল ঝড়ে (Storm-Rainfall) লন্ডভন্ড হয়েছিল শহর কলকাতা-সহ একাধিক জেলা। কলকাতা-সহ জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়। ঝড়ের দাপটে গোটা রাজ্যে তিনজনের প্রাণহানিও ঘটেছে। এই অবস্থায় আগামী দু’দিনও ঝড়বৃষ্টির (Storm- Rainfall) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর? হাওয়া অফিস সূত্রে খবর, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। রবিবার সকাল থেকেও শহরের আকাশ ছিল মেঘলা। তবে এদিন কলকাতা বা দক্ষিণবঙ্গের কোনও জায়গা থেকে সন্ধে পর্যন্ত বৃষ্টির খবর নেই। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। বুধবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হবে। সেদিন থেকে দক্ষিণবঙ্গেও কমবে বৃষ্টি, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই বছর নির্ধারিত সময়ের আগেই রাজ্যে প্রবেশ করতে পারে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পেরিয়ে ক্রমশ অগ্রসর হচ্ছে। নির্দিষ্ট সময়ের ৬ দিন আগেই আন্দামান সাগরে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগর, দক্ষিণ মালদ্বীপ সহ দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। সাধারণ ভাবে ৮ জুন এ রাজ্যে বর্ষা প্রবেশ করে। তবে এবার তা বেশ কয়েকদিন এগিয়ে আসতে চলেছে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: উন্নয়নের ঝড় তুলতে আসছেন মুখ্যমন্ত্রী, ভুল শোধরাবে পুরুলিয়া