আজব সাফাই মধ্যপ্রদেশ পুলিশের!

সূত্রের খবর, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানার পুলিশ সম্প্রতি এক অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল।

Must read

প্রতিবেদন : এক আজব ঘটনার সূত্রে এবার সংবাদ শিরোনাম উঠে এল শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশ। ডবল ইঞ্জিনের এই রাজ্যে ইঁদুরের দলকে নিয়ে মাথাব্যথার শেষ নেই পুলিশের। অভিযোগ, দিনে দিনে ইঁদুরের দাপাদাপি সব সীমা অতিক্রম করে যাচ্ছে। দিনকয়েক আগেই অভিযান চালিয়ে শিবরাজের রাজ্যে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করে মধ্যপ্রদেশ পুলিশ।

আরও পড়ুন-সার দিচ্ছে না কেন্দ্র, আজ বৈঠকে বসছেন কৃষিমন্ত্রী

আইনি প্রক্রিয়ার কারণে তা আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু বিচারকদের সামনে আজব দাবি করল পুলিশ। তারা জানাল, ওই মদ ডাকাতি করেছে একদল ইঁদুর। পরে অনেক খুঁজে অভিযুক্ত একটি ইঁদুরকে নাকি ধরতেও পেরেছে পুলিশ! তবে সত্যিই কি এমনটা সম্ভব, নাকি এমন আজব সাফাইয়ের পিছনে অন্য কোনও রহস্য আছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন-রবীন্দ্রনাথের নামের জন্য লড়াই লজ্জার

সূত্রের খবর, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানার পুলিশ সম্প্রতি এক অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল। পরে থানার গুদামে ওই বাজেয়াপ্ত ওই সরকারি সম্পত্তি রাখা হয়েছিল। কিন্তু সেখানেই মাত্রাতিরিক্ত ইঁদুরের দৌরাত্ম্য হয় বলে পুলিশের দাবি। আদালতে পুলিশ দাবি করে, তারা খালি বোতল সামনে আনতে পারবে, কারণ মদ খেয়ে ফেলেছে সিদ্ধিদাতা গণেশের বাহন। ইতিমধ্যেই ফাঁদ পেতে একটি ইঁদুরকে কোনওরকমে পাকড়াও করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে শুধু মদই নয়, ইঁদুর অন্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করেছে বলে অভিযোগ পুলিশের। এই অবস্থায় আদালতে সাক্ষ্যপ্রমাণ পেশ করতে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে পুলিশকে।

Latest article