মুম্বই, ১৮ মার্চ : শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে বড় রান করতে পারেননি। তবে আইপিএলে বিরাট কোহলি বিপক্ষ দলের মাথাব্যথার কারণ হতে পারেন। জানালেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর বক্তব্য, ‘‘এবার আর বিরাটের কাঁধে নেতৃত্বের বোঝা থাকছে না। তাই চাপমুক্ত হয়ে নিজের ব্যাটিংয়ে ফোকাস করতে পারবে। এটা কিন্তু আইপিএলের বাকি দলগুলোর জন্য ভয়ঙ্কর খবর।’’
আরও পড়ুন-কলকাতা হবে ৩৭ ডিগ্রি
শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব নয়, ক্রিকেটের তিন ফরম্যাটেই ভারতের নেতৃত্বে এখন আর নেই বিরাট। ম্যাক্সওয়েল মনে করেন, এতে আখেরে লাভবান হবেন কিং কোহলি। আরসিবি তারকা বলছেন, ‘‘বিরাটের কেরিয়ারের এখনও কয়েকটা বছর বাকি। ও বরং চাপমুক্ত হয়ে নিজের ব্যাটিং আরও বেশি উপভোগ করতে পারবে। ব্যক্তিগতভাবে মনে করি, অধিনায়কত্ব বাড়তি চাপ। বিরাটের বিরুদ্ধে যখন শুরুর দিকে খেলেছি, তখন ও ছিল একজন আগুনে মানসিকতার প্রতিদ্বন্দ্বী। যে সব সময় প্রতিপক্ষ বোলারদের চাপে রাখতে চাইত। আমি নিশ্চিত, আইপিএলে ব্যাট হাতে ওকে একই মানসিকতায় দেখতে পাবে বাকি দলগুলো।’’