প্রতিবেদন: এবার একাদশ শ্রেণির পড়ুয়াদের সকলের রেজিস্ট্রেশন হয়েছে কিনা তা জানতে চেয়ে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষককে নোটিশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক নোটিশ জারি করেছেন। তাতে বলা হয়েছে, বহু স্কুলের প্রধান শিক্ষকরা এখনও পর্যন্ত জানাননি তাঁদের স্কুলের সকল একাদশ শ্রেণির পড়ুয়ার রেজিস্ট্রেশন হয়েছে কিনা।
আরও পড়ুন-বর্ষবরণের রাতে যান চলাচলে কড়া নজরদারি চালাল পুলিশ
এই বিষয়ে ২ জানুয়ারির মধ্যে যাবতীয় তথ্য সংসদে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নবম শ্রেণির রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও কড়া নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, প্রতি স্কুলে নবম শ্রেণির প্রতিটি পড়ুয়ার নাম রেজিস্ট্রেশন হয়েছে কিনা তা জানাতে হবে পর্ষদ কর্তৃপক্ষকে। এই বছর নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন করার সময় সীমা ছিল ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু পরে সেই সময় লেট ফি দিয়ে বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবার এই সময়ের মধ্যেই নবম শ্রেণির সমস্ত পড়ুয়ারা নাম নথিভুক্ত করেছে কিনা তাই নিয়ে তথ্য চেয়েছে পর্ষদ কর্তৃপক্ষ।
আরও পড়ুন-আবার হার, দুঃসময় চলছেই ম্যান ইউয়ের
মধ্যশিক্ষা পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষককে নন জুডিশিয়াল ১০ টাকার স্ট্যাম্প পেপারে লিখে জানাতে হবে তাঁর স্কুলের নবম শ্রেণির প্রত্যেক পড়ুয়ার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। একইসঙ্গে কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে, ৩১ ডিসেম্বরের পর আর কোনও ভাবেই নাম রেজিস্ট্রেশন করা যাবে না।