বর্ষবরণের রাতে যান চলাচলে কড়া নজরদারি চালাল পুলিশ

উৎসবমুখর বর্ষবরণের রাতে শহরে বাইক ও গাড়ির বেপরোয়া গতি রুখতে বিশেষ বন্দোবস্ত নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

Must read

প্রতিবেদন : উৎসবমুখর বর্ষবরণের রাতে শহরে বাইক ও গাড়ির বেপরোয়া গতি রুখতে বিশেষ বন্দোবস্ত নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শনিবার রাত থেকেই দুই শহরে যান চলাচল নিয়ন্ত্রণে কড়া নজরদারি চালু হয়েছে। আজ, নববর্ষের রাতেও বেপরোয়া বাইক ও গাড়িচালকদের বিরুদ্ধে কড়া ধরপাকড় অভিযান চলবে পুলিশের তরফে।

আরও পড়ুন-আবার হার, দুঃসময় চলছেই ম্যান ইউয়ের

বড়দিন থেকেই রাত বাড়লে দুর্গাপুর ও আসানসোলে জিটি রোডে বাইক ও গাড়ির দাপাদাপি চোখে পড়ে। কয়েকদিন আগেই কমিশনারেট নির্দেশিকা দিয়ে জানায়, শনিবার থেকে ২ জানুয়ারি পর্যন্ত ট্রাফিক আইন নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপরেই দুই শহরের মানুষের সঙ্গে একই সঙ্গে শনিবার প্রায় গোটা রাত জাগল ট্রাফিক কন্ট্রোল ও পুলিশ কন্ট্রোল রুম। চালু আছে হোয়াটসঅ্যাপে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ জানানোর ব্যবস্থাও। শনিবার রাত ১২টা পর্যন্ত শহরের যান চলাচল নিয়ন্ত্রণে কড়া নজর রাখেন ট্রাফিক পুলিশকর্মীরা। তা সত্ত্বেও বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য কমেনি।

আরও পড়ুন-উদ্বোধনের আগেই রাম মন্দিরের নামে দু.র্নীতি

বর্ষবরণের রাতে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মোটর ভেহিক্যাল অ্যাক্ট ও আইপিসি ধারার আওতায় মামলা দায়ের হয়। এমনকি গাড়ি ও বাইকচালকদের বেপরোয়া গতিতে লাগাম দিতে একাধিক গ্রেফতারও করা হয়। আজ এবং কালও আসানসোল-দুর্গাপুর পুলিশ চালাবে এই অভিযান।

Latest article