আবার হার, দুঃসময় চলছেই ম্যান ইউয়ের

শনিবার রাতে প্রিমিয়ার লিগে লিগ টেবিলের নীচের দিকে থাকা নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-২ গোলে হেরে গেলেন মার্কাস র‍্যাশফোর্ডরা।

Must read

লন্ডন, ৩১ ডিসেম্বর : অ্যাস্টন ভিলার বিরুদ্ধে জয় আশা উস্কে দিয়েছিল। কিন্তু পরের ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার রাতে প্রিমিয়ার লিগে লিগ টেবিলের নীচের দিকে থাকা নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-২ গোলে হেরে গেলেন মার্কাস র‍্যাশফোর্ডরা। আর এই হারকে অবিশ্বাস্য বলে চিহ্নিত করেছেন ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ।

আরও পড়ুন-উদ্বোধনের আগেই রাম মন্দিরের নামে দু.র্নীতি

বিপক্ষের মাঠে শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলেছেন র‍্যাশফোর্ডরা। বিরতির আগে কোনও পক্ষই গোল করতে পারেনি। যদিও ৬৪ মিনিটে নিকোলাস ডমিঙ্গোজের গোলে এগিয়ে যায় নটিংহ্যাম। ৭৮ মিনিটে র‍্যাশফোর্ডের গোলে ম্যাচে সমতা ফিরেছিল ঠিকই। কিন্তু চার মিনিটের মধ্যে নটিংহ্যামের হয়ে জয়সূচক গোলটি করেন মর্গ্যান গিবস-হোয়াইট। এই হারের সুবাদে ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগের সাত নম্বরে নামল ম্যান ইউ।

আরও পড়ুন-ফের অ.শান্ত মণিপুর, পুলিশের ওপর জ.ঙ্গি হা.মলা

পরিসংখ্যান বলছে, ডিসেম্বর মাসে সব টুর্নামেন্ট মিলিয়ে আট ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে ম্যান ইউ। বিধ্বস্ত টেন হ্যাগ বলছেন, ‘‘এই হার অবিশ্বাস্য। মেনে নেওয়া কঠিন। সত্যি বলতে কী, আমরা প্রথমার্ধেই ম্যাচটা হেরে গিয়েছি। বিরতির পর আমাদের খেলায় কিছুটা উন্নতি হয়েছিল। তবে সেটা জেতার জন্য যথেষ্ট ছিল না।’’ ম্যান ইউ কোচ আরও বলেন, ‘‘ফুটবলারদের চোট-আঘাতই আমাদের খারাপ পারফরম্যান্সের অন্যতম কারণ। তবে জানুয়ারিতে অনেক ফুটবলারই ফিট হয়ে মাঠে ফিরবে। দলের পারফরম্যান্সও ভাল হবে।’’

Latest article